Budget 2023 Expectation: আর বসে নয়, এবার শুয়েও যাতায়াত সম্ভব হবে বন্দে ভারতে! বাজেটেই বড় ঘোষণা করতে পারে কেন্দ্র
Vande Bharat Express: রেলযাত্রীদের নতুন আশার আলো দেখিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। কম সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্য বিমান ভরসা হলেও, মধ্যবিত্তের পক্ষে বিমানের টিকিট কেনার সামর্থ্য থাকে না। তাদেরই ভরসা হয়ে উঠেছে বন্দে ভারত।
নয়া দিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2o23)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট হওয়ায় কেন্দ্রের তরফে বাজেটে বিশেষ কিছু চমক রাখা হতে পারে বলেই জানা গিয়েছে। প্রতিবারের মতো এবারও বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে অনেক। বাজেটে অন্যতম বড় প্রত্যাশা থাকে রেল (Indian Railways) নিয়ে। কারণ দেশের ৮০ শতাংশ জনগণই যাতায়াত করেন ট্রেনের মাধ্যমে। দেশে রেলের অপরিসীম গুরুত্ব থাকার কারণেই আগে আলাদাভাবে রেল বাজেট (Rail Budget) পেশ করা হত। পরবর্তী সময়ে একসঙ্গেই কেন্দ্রীয় বাজেট পেশ করা শুরু হয়। এবারের বাজেটেও কেন্দ্রীয় সরকার রেল নিয়ে বড় ঘোষণা করতে পারেন। সূত্রের খবর, আসন্ন বাজেটে বন্দে ভারতের একাধিক ট্রেনের ঘোষণা করা হবে। হাইড্রোজেন চালিত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালুর ঘোষণাও করা হতে পারে।
রেলযাত্রীদের নতুন আশার আলো দেখিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। কম সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্য বিমান ভরসা হলেও, মধ্যবিত্তের পক্ষে বিমানের টিকিট কেনার সামর্থ্য থাকে না। তাদেরই ভরসা হয়ে উঠেছে বন্দে ভারত। এই সুপার ফাস্ট এক্সপ্রেস অল্প সময়েই গন্তব্যে পৌঁছে দেয়। সেই কারণে উদ্বোধনের পর থেকেই বন্দে ভারতের জনপ্রিয়তা তুঙ্গে। এবারের বাজেটে বন্দে ভারতের আরও বেশ কয়েকটি ট্রেন ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে ৪০০টি বন্দে ভারত চালানোর কথা ঘোষণা করেছিল সরকার। বর্তমানে মাত্র ৮টি রুটে ট্রেন চলে। এই ট্রেনের সংখ্যাই আরও বাড়ানোর কথা ঘোষণা করা হতে পারে।
কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, এবারের বাজেটে হাইড্রোজেন চালিত বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণা করতে পারে সরকার। সাধারণ বন্দে ভারতের থেকেও দ্রুতগতির হবে হাইড্রোজেন চালিত সেমি হাইস্পিড ট্রেন। অন্যদিকে, বন্দে ভারতে স্লিপার কোচ চালুরও ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। আপাতত বন্দে ভারত এক্সপ্রেসগুলিতে চেয়ার কারের ব্যবস্থাই রয়েছে। সূত্রের খবর, আগামী ২০২৫ সালের মধ্যেই বন্দে ভারতের স্লিপার কোচ।