Artificial Intelligence: চাকরি কাড়ছে ‘ডিজিট্যাল কলিগ’, ২ বছরে বেকার ৪ লক্ষ মানুষ, ভারতেও বাড়ছে উদ্বেগ
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অনলাইন গেম, অনলাইন ডেলিভারি, সব জায়গায় নেমে এসেছে জব কাট। তবে খাতে সবাইকে ছাপিয়ে গিয়েছে বাইজুস। ২ বছরে নাকি ১০ হাজার কর্মীর হাতে পিঙ্ক স্লিপ ধরিয়ে দিয়েছেন তাঁরা। এই ছবি দেখে এখন থেকেই মাথায় হাত দিতে শুরু করেছেন অনেকে।
তেইশের গোড়া থেকেই গোটা বিশ্বজুড়েই ব্যাপক চর্চা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)। বছরভর গুগলের সর্বোচ্চ সার্চের তালিকাতেও উঠে এসেছে চ্যাটজিপিটি, ডিপ ফেক, এআই মতো শব্দ। কিন্তু, এখনও কৃত্রিম বুদ্ধিমত্তার সবটা ডেভেলপ করেনি। কিন্তু, তাতেই যা খেল সে দেখাচ্ছে তাতে চিন্তা না করে উপায় নেই। পরিসংখ্যান বলছে, গত ২ বছরে গোটা বিশ্বে চার লক্ষ মানুষের চাকরি খেয়েছে এআই। রোজ গড়ে ৫৮২ জন কর্মী চাকরি হারিয়েছেন। প্রতি ঘণ্টায় বেকার হয়েছে ২৪ জনেরও বেশি। প্রতি আড়াই মিনিটে কর্মহীন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের ১ জন কর্মী।
শুধুমাত্র ভারতেই কাজ হারিয়েছেন প্রায় ৩৬ হাজার কর্মী। রিটেল, কনজিউমার সার্ভিস বা ফিন টেক স্টার্টআপগুলিতে ছাঁটাই সবথেকে বেশি। ছাঁটাইয়ের উপর নজর রাখে layoff.fyi নামে একটি ওয়েবসাইট। তাঁরাই দিয়েছেন এই হিসাব। বাড়ছে উদ্বেগ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অনলাইন গেম, অনলাইন ডেলিভারি, সব জায়গায় নেমে এসেছে জব কাট। তবে খাতে সবাইকে ছাপিয়ে গিয়েছে বাইজুস। ২ বছরে নাকি ১০ হাজার কর্মীর হাতে পিঙ্ক স্লিপ ধরিয়ে দিয়েছেন তাঁরা। এই ছবি দেখে এখন থেকেই মাথায় হাত দিতে শুরু করেছেন অনেকে।
তবে খারাপ খবরের মধ্যে ভারতের জন্য আবার এই কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরেই রয়েছে ভাল খবর। মার্কিন সংস্থা ওপেন এআই এর হাত ধরে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের ইনিংস শুরু হয়েছিল। যার নাম চ্যাটজিপিটি পরবর্তীতে গুগল বার্ডের মতো নানা এআই টুল বাজারে চলে আসে। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে এবার বাজারে আসতে চলেছে ভারতের নিজস্ব এআই প্ল্যাটফর্ম। আইআইটি বম্বে ও রিলায়েন্স জিও ইনফোকমের সহযোগিতায় বেঙ্গুলুরুর একটি স্টার্টআপ সংস্থা এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে। নাম দেওয়া হয়েছে ‘ভারতজিপিটি’।