Dollar vs Rupee: বিশ্ব বাজারে ডলারের মৌরসিপাট্টা ভাঙবে ভারতের টাকা! অচিরেই জোরালো সম্ভবনা

Dollar vs Rupee: বিগত ৮০ বছর ধরে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের বাজারে একছত্রভাবে ছড়ি ঘুরিয়েছে ডলার। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেন, ডলারের এই মৌরসিপাট্টার পিছনে রয়েছে আমেরিকার আর্থিক ও রাজনৈতিক শক্তি। তবে এবার ডলারের সেই আধিপত্য কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে।

Dollar vs Rupee: বিশ্ব বাজারে ডলারের মৌরসিপাট্টা ভাঙবে ভারতের টাকা! অচিরেই জোরালো সম্ভবনা
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2023 | 9:59 PM

আর্থিক ক্ষেত্রে দখল নেওয়ার লড়াই। যার পোশাকি নাম ‘ইকনোমিক ওয়ারফেয়ার’। আজকের দিনে এই লড়াইয়ে আমেরিকা অন্য সব দেশের থেকেই কয়েক যোজন আগে রয়েছে আমেরিকা। কারণ মার্কিন ডলার এখনও আর্থিক দুনিয়ার নিয়ন্ত্রক। পরিসংখ্যান বলছে, বেশিরভাগ দেশের তহবিলের সিংহভাগই ডলারে। বিশ্ব বাণিজ্যের ৭৮ শতাংশ লেনদেনই হয় ডলারে। তেলের আমদানি-রফতানিতেও ডলারেই লেনদেন। আন্তর্জাতিক ব্যাঙ্কিংয়েও দেখা যায় ডলারের রমরমা। বেশিরভাগ দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ডলারেই বৈদেশিক লেনদেন করে। পৃথিবীর যে কোনও প্রান্তে গিয়ে ডলারকে স্থানীয় মুদ্রায় বদলে নেওয়া যায় অনায়াসেই। 

বিগত ৮০ বছর ধরে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের বাজারে একছত্রভাবে ছড়ি ঘুরিয়েছে ডলার। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেন, ডলারের এই মৌরসিপাট্টার পিছনে রয়েছে আমেরিকার আর্থিক ও রাজনৈতিক শক্তি। তবে এবার ডলারের সেই আধিপত্য কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে। টক্কর দিচ্ছে ভারতের টাকা। বিশেষজ্ঞদের একাংশ বলছে, আগামীদিনে ডলারের বিকল্প হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ভারতীয় মুদ্রার। ইতিমধ্যেই টাকার গুরুত্ব বাড়াতে বহুমুখী পরিকল্পনা নিয়েছে ভারত। 

বর্তমানে ২৩ দেশের মধ্যে টাকায় বাণিজ্য করছে ভারত। গত ১২ মাসে ৮টি দেশ টাকায় বাণিজ্য করার চুক্তি করেছে। টাকায় লেনদেনে ভারতের সবচেয়ে বড় সহযোগী হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহী। ডলারের পরিবর্তে টাকায় বাণিজ্যে বাড়াতে নীতি বদলের কাজও চলছে। ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেডের নয়া নীতি বলছে ব্যাঙ্কগুলিতে ভারতীয় টাকায় লেনদেনে জোর দিতে হবে। ব্যবসায়ীরা টাকায় আমদানি রফতানি করলে ইনসেনটিভ। ট্রেড পার্টনারদের সঙ্গে চুক্তিতেও বদল আনা হচ্ছে। 

বিশ্ব অর্থনীতি এখন একটি কথা বেশ জনপ্রিয়, ‘ডি-ডলারাইজেশন’। অর্থাৎ, ডলারের বদলে অন্য মুদ্রায় লেনদেন। এখনও বিশ্বের বেশিরভাগ লেনদেন ডলারেই হয়। উঠছে বদলের দাবি। ভারতীয় টাকাকে কাজে লাগিয়ে সেই চেষ্টাই চালাচ্ছে কেন্দ্র। ভারতীয় টাকায় বাণিজ্য করার ক্ষেত্রে নিয়ম-কানুনও এখন এখন অনেকটাই সরল করে দেওয়া হয়েছে। এখন দেখার টাকার হাত ধরে কতটা ডলারের মৌরসিপাট্টা ভাঙা সম্ভব হয়।