Mukesh Ambani: বাবার ভুল থেকেই ঠেকে শেখা, ধীরুভাইয়ের রাস্তায় না হেঁটেই আজ ‘সফল’ মুকেশ অম্বানী

Mukesh Ambani: ধীরুভাই অম্বানীর এই ভুল থেকে বড় শিক্ষা নিয়েছেন মুকেশ অম্বানী। সম্পত্তির জটে আর ফেলতে চাননি তাঁর তিন সন্তান ইশা, আকাশ ও অনন্তকে। তিন সন্তানের মধ্যে ব্যবসা ভাগাভাগির কাজও শুরু করেছেন তিনি। গোটা ভাগ-বাটোয়ারার কাজটা হচ্ছে তাঁরই তত্ত্বাবধানে।

Mukesh Ambani: বাবার ভুল থেকেই ঠেকে শেখা, ধীরুভাইয়ের রাস্তায় না হেঁটেই আজ ‘সফল’ মুকেশ অম্বানী
বাঁ দিকে ধীরুভাই, ডান দিকে মুকেশ Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Dec 28, 2023 | 7:09 PM

কলকাতা: প্রবীণরা বলেন, বাবার করা ভুল ছেলেরা পুনরায় না করলেই পরের প্রজন্ম হেসেখেলে দিন কাটাতে পারে। এটাই যেন মন্ত্রের মতো মেনে নিয়েছিলেন মুকেশ অম্বানী (Mukesh Ambani)। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ধিরুভাই অম্বানী তার জীবনে এমন একটি বড় ভুল করেছিলেন যা কার্যত পরবর্তীতে ঝড় বইয়ে দিয়েছিল অম্বানী পরিবারে। চরমে উঠেছিল তাঁর দুই ছেলে অনিল-মুকেশের সম্পত্তি নিয়ে ঝামেলা। শেষে ছেলেদের বিবাদ মেটাতে মাঠে নামতে হয়েছিল মা কোকিলাবেনকে। ধীরুভাই অম্বানীর সবচেয়ে বড় ভুল ছিল যে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো বড় সাম্রাজ্যকে তার দুই ছেলের মধ্যে ভাগ করার কোনও ইচ্ছাই রাখেননি। যা নিয়ে পরবর্তীতে বড় সমস্যা তৈরি হয় পরিবারের। তারপর যখন তিনি মারা যান, সারা বিশ্ব দেখেছিল মুকেশ অম্বানী এবং অনিল অম্বানীর লড়াই। শেষ পর্যন্ত মা কোকিলাবেনকে দুই ভাইয়ের মধ্যে ব্যবসা ভাগ করে দিতে হয়। কিন্তু, এ ঘটনা থেকে শিক্ষা নিতে ভুল করেননি মুকেশ।

শিক্ষা নিয়েছেন মুকেশ অম্বানী

ধীরুভাই অম্বানীর এই ভুল থেকে বড় শিক্ষা নিয়েছেন মুকেশ অম্বানী। সম্পত্তির জটে আর ফেলতে চাননি তাঁর তিন সন্তান ইশা, আকাশ ও অনন্তকে। তিন সন্তানের মধ্যে ব্যবসা ভাগাভাগির কাজও শুরু করেছেন তিনি। গোটা ভাগ-বাটোয়ারার কাজটা হচ্ছে তাঁরই তত্ত্বাবধানে। তিনি আরও ৫ বছর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান থাকবেন। এই সময়ের মধ্যে সবটা শেষে হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। 

মুকেশ কন্যা ইশা রিলায়েন্সের খুচরা ব্যবসার দায়িত্ব পেয়েছেন, বড় ছেলে আকাশ জিও প্ল্যাটফর্মের দায়িত্ব পেয়েছেন, ছোট ছেলে অনন্ত অম্বানী নিউ গ্রিন এনার্জি ব্যবসার দায়িত্ব পেয়েছেন। এদিকে অতীতে দেখা গিয়েছে অনিল অম্বানী রিলায়েন্স গ্রুপের টেলিকম কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনের কমান্ড পেয়েছিলে। এদিকে পুরো টেলিকম ব্যবসা ছিল মুকেশ অম্বানীর মস্তিষ্ক প্রসূত। কিন্তু, মুকেশ অম্বানীকে নিজের টেলিকম ব্যবসা শুরু করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। শেষ পর্যন্ত তিনি খোলেন রিলায়েন্স জিও। যা এখন দেশের বৃহত্তম টেলিকম সংস্থা।