AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card Registration Update: আধার নথিভুক্তির বড় আপডেট, কাশ্মীর থেকে কন্যাকুমারিকায় জারি নয়া গাইডলাইন

Aadhaar Update: কেউ যদি আঙ্গুলের ছাপ বা আইরিস স্ক্যান দিতে না পারে, তাহলেও আধারে নথিভুক্ত করতে পারেন। সরকারের বিবৃতি অনুসারে, যদি কোনও ব্যক্তি আঙুল এবং আইরিস বায়োমেট্রিক্স সরবরাহ করতে অক্ষম হন তবে তার নাম, লিঙ্গ, ঠিকানা এবং জন্ম তারিখ দিয়ে আধার নম্বর দেওয়া যেতে পারে।

Aadhaar Card Registration Update: আধার নথিভুক্তির বড় আপডেট, কাশ্মীর থেকে কন্যাকুমারিকায় জারি নয়া গাইডলাইন
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 12:31 AM
Share

নয়া দিল্লি: আধার কার্ড (Aadhaar Card) করার জন্য যে কোনও ব্যক্তির আঙুলের ছাপ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু, কারও আঙুল না থাকলে কী হবে? সরকার এর সমাধানও বের করেছে। যদি কোনও ব্যক্তির আঙুলের ছাপ না থাকে তবে তার আইরিস স্ক্যান করে আধারে তার নথিভুক্তি করা যেতে পারে। এই বিবৃতি দিয়েছেন ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

সম্প্রতি কেরলের জোসিমল পি জোস নামে এক মহিলা আধার নথিভুক্ত করতে সক্ষম হননি। এর কারণ ছিল, তাঁর হাতে কোনও আঙুল ছিল না। ওই মহিলাকে আধার নথিভুক্ত করার জন্য আইরিস স্ক্যান করতে হবে বলে বলা হয়েছে। অর্থাৎ কারও হাতে আঙুল না থাকলে তার আইরিস স্ক্যান করা হবে। বিবৃতিতে বলা হয়েছে যে, UIDAI-এর একটি দল একই দিনে কেরালার কোত্তায়াম জেলার কুমারকামে জোসিমলের বাড়িতে গিয়েছিল এবং তাঁর আধার নম্বর প্রস্তুত করেছে।

সমস্ত কেন্দ্রে নির্দেশিকা পৌঁছেছে

কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখর বলেছেন যে, সমস্ত আধার পরিষেবা কেন্দ্রগুলিতে একটি পরামর্শ পাঠানো হয়েছে যাতে নির্দেশ দেওয়া হয়েছে যে, জোসিমলের মতো যাদের আঙুল নেই বা আঙুলের ছাপ ঝাপসা হয়ে গিয়েছে তাদের বিকল্প বায়োমেট্রিক্স নেওয়া উচিত। মন্ত্রীর বিবৃতি অনুসারে, যে ব্যক্তি আধারের জন্য যোগ্য এবং আঙুলের ছাপ দিতে অক্ষম তিনি শুধুমাত্র আইরিস স্ক্যান ব্যবহার করে মনোনয়ন দিতে পারেন। আর যদি আইরিস কোনও কারণে স্ক্যান করা না যায়, তাহলে তিনি আঙুলের ছাপ ব্যবহার করে আধার কার্ড রেজিস্টার্ড করতে পারেন।

অন্যদিকে, কেউ যদি আঙ্গুলের ছাপ বা আইরিস স্ক্যান দিতে না পারে, তাহলেও আধারে নথিভুক্ত করতে পারেন। সরকারের বিবৃতি অনুসারে, যদি কোনও ব্যক্তি আঙুল এবং আইরিস বায়োমেট্রিক্স সরবরাহ করতে অক্ষম হন তবে তার নাম, লিঙ্গ, ঠিকানা এবং জন্ম তারিখ দিয়ে আধার নম্বর দেওয়া যেতে পারে।

২৯ লক্ষ আধার নম্বর জারি করা হয়েছে

UIDAI ব্যতিক্রমী নথিভুক্তির অধীনে প্রতিদিন প্রায় ১ হাজার জনকে আধারে নথিভুক্ত করছে। যাদের আঙুল নেই বা আইরিস বায়োমেট্রিক্স উপলব্ধ ছিল না, এরকম প্রায় ২৯ লক্ষ লোককে আধার নম্বর জারি করেছে UIDAI।