Kolkata Mayor Firhad Hakim: সস্ত্রীক ফিরহাদের বছরে আয়ই ২ কোটি, বাকিটা কোথায় কত জেনে নিন

Kolkata Mayor Firhad Hakim: ওই সময় ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরহাদবাবুর কাছে ছিল ১ কোটি ৯১ লক্ষ ৫৬ হাজার ৬৭১ টাকা ৮৭ পয়সা। পোস্ট অফিসেও জমা ছিল ২ লক্ষের বেশি টাকা। অন্যদিকে সেই সময় স্ত্রীর মোট ব্যাঙ্ক ব্যালান্সের পরিমাণ ছিল ২ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৪৩৯ টাকা ৯০ পয়সা।

Kolkata Mayor Firhad Hakim: সস্ত্রীক ফিরহাদের বছরে আয়ই ২ কোটি, বাকিটা কোথায় কত জেনে নিন
প্রতীকী ছবি Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 7:20 PM

কলকাতা: তিনি কলকাতার মহানাগরিক। তিনি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সেই ফিরহাদ হাকিমের মোট সম্পত্তি, আয় কত জানেন? ২০২১ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য়ে দেখা যাচ্ছে ২০১৫-১৬ অর্থবর্ষে ফিরহাদের উপার্জন ছিল ৩৪ লক্ষ ১৫ হাজার ৬৩০ টাকা। পরের বছর তা বেড়ে হয় ৪৭ লক্ষের উপর। ২০১৮-১৯ অর্থবর্ষে তা দাঁড়ায় ৪৯ লক্ষের উপরে। ২০১৯-২০ অর্থবর্ষে তা বেড়ে হয় ৬৫ লক্ষ ৮৭ হাজার ৬২০ টাকা। 

অন্যদিকে তাঁর স্ত্রী ইস্মাত হাকিমের ২০১৫-১৬ অর্থবর্ষে উপার্জন ছিল ৫২ লক্ষ ১৩ হাজার টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে তা দাঁড়ায় ১ কোটি ৪ লক্ষের উপরে। পরের বছর তা হয়ে যায় ১ কোটি ৩২ লক্ষ ৫৪ হাজার ২৫০ টাকা। যে সময় এই তথ্য নির্বাচন কমিশনে দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে ফিরহাদবাবু জানিয়েছেন তাঁর হাতে রয়েছে ৫৫ হাজার ৬৫০ টাকা নগদ। স্ত্রী ইস্মাতের হাতে ছিল ৬৫ হাজার ২৫৫ টাকা নগদ। 

ওই সময় ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরহাদবাবুর কাছে ছিল ১ কোটি ৯১ লক্ষ ৫৬ হাজার ৬৭১ টাকা ৮৭ পয়সা। পোস্ট অফিসেও জমা ছিল ২ লক্ষের বেশি টাকা। অন্যদিকে সেই সময় স্ত্রীর মোট ব্যাঙ্ক ব্যালান্সের পরিমাণ ছিল ২ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৪৩৯ টাকা ৯০ পয়সা। মিউচুয়াল ফান্ড, সোনা মিলিয়ে ফিরহাদ হাকিমের সেই সময় মোট অস্থাবর সম্পত্তি  ছিল ৪ কোটি ১২ লক্ষ ৬৭ হাজার ৯৭৭ টাকার। স্ত্রীর ৫ কোটি ১২ লক্ষ ৯২ হাজার ৩০২ টাকা। সেই সময় কলকাতার মেয়রের স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৮১ লক্ষ টাকা। স্ত্রীর স্থাবর সম্পত্তি ২ কোটি ১৬ লক্ষ ৬৫ হাজার টাকা।