এয়ার ইন্ডিয়ার তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট উড়ান সম্পর্কিত নির্দেশাবলী ই-মেল, ফোন কল, এসএমএস মারফত যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হবে। তাঁরা নিজেরা তারপর কী করতে চান তা তাঁরা বেছে নিতে পারবেন।
৫০০ টির মতো জেট বিমান কিনতে এয়ার ইন্ডিয়ার খরচ হবে প্রায় ১০ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা হল ৮২৫০০ কোটি টাকা।
যাত্রীরা নিজেদের উড়ানের সময় পুনরায় নির্ধারণ করতে পারেন এবং চাইলে সেই ফ্লাইট বাতিলও করতে পারেন। এবং এর জন্য কোনও অতিরিক্ত চার্জও দিতে হবে না যাত্রীদের। এর ফলে বিমান বন্দরে ভিড়়টাও কমবে।
তবে এয়ার ইন্ডিয়ার এয় জেট বিমান ক্রয়ের বিষয়ে কোনও মন্তব্য় করতে চায়নি এয়ারবাস ও বোয়িং। টাটা গ্রুপের থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।