Adani Group: ঝোড়ো ইনিংস খেলতে তৈরি আদানি, হাতে ১.২ লক্ষ কোটি টাকা!

Adani Group: ২০২৪-২৫ অর্থবর্ষে ঝোড়ো ইনিংস খেলার প্রস্তুতি শুরু করেছে আদানি গোষ্ঠী। বন্দর, জ্বালানি, বিমানবন্দর, পণ্য, সিমেন্ট এবং মিডিয়া ব্যবসায় ১.২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ করার পরিকল্পনা করেছে আদানি গোষ্ঠী। আগামী ৭ থেকে ১০ বছরে বিভিন্ন ব্যবসায় দ্বিগুণ বিনিয়োগের পরিকল্পনা করেছে আদানি গোষ্ঠী।

Adani Group: ঝোড়ো ইনিংস খেলতে তৈরি আদানি, হাতে ১.২ লক্ষ কোটি টাকা!
১.২ লক্ষ কোটি টাকার বেশি নিয়ে ঝাঁপাচ্ছেন আদানিImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Mar 17, 2024 | 7:12 PM

নয়া দিল্লি: ২০২৪-২৫ অর্থবর্ষে ঝোড়ো ইনিংস খেলার প্রস্তুতি শুরু করেছে আদানি গোষ্ঠী। ১ এপ্রিল থেকে যে অর্থবর্ষ শুরু হচ্ছে, তাতে বন্দর, জ্বালানি, বিমানবন্দর, পণ্য, সিমেন্ট এবং মিডিয়া ব্যবসায় ১.২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ করার পরিকল্পনা করেছে আদানি গোষ্ঠী। ব্যবসা সম্প্রসারণের জন্য আগামী ৭ থেকে ১০ বছরে বিভিন্ন ব্যবসায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ছিল আদানিদের। কিন্তু সূত্রের খবর, ঝোড়ো ইনিংস খেলার লক্ষ্যে লগ্নির পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে আদানি গোষ্ঠী।

আর্থিক বিশ্লেষকদের মতে, ২০২৩-২৪ অর্থবর্ষে ক্যাপিটাল এক্সপেনডিচার ছিল প্রায় ১০ বিলিয়ন ডলার। সূত্রের খবর বিগত অর্থবর্ষের তুলনায়, ২০২৪-২৫ অর্থবর্ষে ক্যাপিটাল এক্সপেনডিচার আনুমানিক ৪০ শতাংশ বাড়াতে চলেছে আদানি গোষ্ঠী। আদানি গোষ্ঠীর আশা, এই অতিরিক্ত বিনিয়োগ দ্রুত মুনাফা বৃদ্ধির ভিত্তি তৈরি করবে। এই গোষ্ঠী এর আগে বলেছিল, আগামী ৭ থেকে ১০ বছরে পুনর্নবিকরণযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন, বন্দর এবং বিমানবন্দর ব্যবসায় ১০০ বিলিয়ন ডলার মূলধন ব্যয় করবে।

তবে শুঘু লগ্নি বৃদ্ধিই নয়, নয়া শিল্প ক্ষেত্রেও পা বাড়াতে চলেছেন গৌতম আদানি। সম্প্রতি, গুজরাটের ঢোলেরাতে ভাপরতের প্রথম সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের ঘোষণা করেছে টাটা গোষ্ঠী। শিগগিরই এই ক্ষেত্রে টাটা গোষ্ঠীকে প্রতিযোগিতা ছুড়ে দিতে পারেন আদানি। সম্প্রতি সেমিকন্টাক্টর চিপ উৎপাদনকারী সংস্থা কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমনের সঙ্গে সাক্ষাত করেছেন গৌতম আদানি। দুই শিল্পনেতার মধ্যে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। জানা গিয়েছিল, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারতের সম্ভাবনা এবং এআই-এর ভূমিকা নিয়ে আলোচনা করেছেন তাঁরা। এরপর থেকেই সেমিকন্টাক্টর ব্যবসায় আদানি আসছেন বলে শোনা যাচ্ছে। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন চিপ নকশাকারী এবং উৎপাদনকারী সংস্থা হল কোয়ালকম।