5G Spectrum Auction : 5G স্পেকট্রাম কি আম্বানির নামে! লড়াইয়ের ময়দানে কে প্রথম জানা যাবে নিলাম শেষে
5G Spectrum Auction : মঙ্গলবার শুরু হয়েছে 5G স্পেকট্রামের নিলাম। দৌড়ে রয়েছে জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, আদানির সংস্থাও।
খুব শীঘ্রই দেশে আসতে চলেছে। সেই লক্ষ্য়ে গত মাসেই 5G নেটওয়ার্কের কাজে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। আর আজ শুরু হল 5G স্পেকট্রামের নিলাম। এদিনের স্প্রেকটাম নিলামে অংশ নিচ্ছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিয়ো, গৌতম আদানির আদানি এন্টারপ্রাইজ, সুনীল মিত্তলের ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। কার ভাগ্য খুলবে তা নিয়ে তা নিলাম শেষেই জানা যাবে। এদিন ৭২০৯৭.৮৫ মেগাহার্ৎজ স্প্রকেটাম নিলাম হবে। 5G স্পেকট্রাম নিলাম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য় জেনে নিন-
- সংবাদ সংস্থা PTI অনুযায়ী, সকাল ১০ টা থেকে শুরু হয়েছে 5G স্পেকট্রামের নিলাম। আজ সন্ধে ৬ টা অবধি চলবে। রেটিং সংস্থা ICRA-র পূর্বাভাস অনুযায়ী, এয়ারওয়েভস বিক্রি করে উঠতে পারে ১.১ ট্রিলিয়ন টাকা থেকে ১৪ মিলিয়ন ডলার।
- বিভিন্ন কম তরঙ্গের (৬০০ মেগাহার্ৎজ, ৭০০ মেগাহার্ৎজ, ৮০০ মেগাহার্ৎজ, ৯০০ মেগাহার্ৎজ, ১৮০০ মেগাহার্ৎজ, ২১০০ মেগাহার্ৎজ, ২৩০০ মেগাহার্ৎজ), মাঝারি তরঙ্গের (৩৩০০ মেগাহার্ৎজ) ও উচ্চ তরঙ্গে (২৬ গিগাহার্ৎজ) ব্যান্ডে নিলাম হবে।
- এদিকে নিলামের আগে জমা দেওয়া টাকার নিরিখে আদানি গ্রুপকে পিছনে ফেলে দিয়েছে জিয়ো। আম্বানির টেলিকম সংস্থা ১৪ হাজার কোটি টাকা জমা দিয়েছে। যেখানে আদানি গ্রুপ দিয়েছে মাত্র ১০০ কোটি টাকা। তবে এয়ারওয়েভস কার নামে হবে তা জানা যাবে নিলামের শেষে। সেখানে এয়ারটেল দিয়েছে আর্নেস্ট মানি ডিপোজ়িট (Earnest Money Deposit) হিসেবে ৫ হাজার ৫০০ কোটি টাকা জমা রেখেছে। ভোডাফোন আইডিয়া দিয়েছে ২ হাজার ২০০ টাকা।
- এদিকে কোন সংস্থা Earnest Money Deposit হিসেবে কত টাকা জমা দিয়েছে তার পরিমাণের উপর তার সেই নিলামে জেতার আগ্রহ,পরিকল্পনা ও কৌশল বোঝা যায়। তাই এই প্রেক্ষিতে অনুমান করা হচ্ছে রিলায়েন্সের হাতেই শুরু হতে পারে 5G পরিষেবা। তবে বাকি সংস্থাও পিছিয়ে নেই। ন্যূনতম কিছু হলেও স্পেকট্রাম কিনতে পারে আদানি গ্রুপ।
- দেশজুড়ে 5G পরিষেবা শুরু হলে দেশের নাগরিকরা 4G-র থেকে ১০ গুণ দ্রুত গতিতে ইন্টারনেট পরিষেবা পাবেন। ইতিমধ্যেই বিভিন্ন মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলি 5G মোবাইল নিয়ে এসেছে বাজারে। শুধু 5G ইন্টারনেট পরিষেবার অপেক্ষা এখন।