Ram Temple: অযোধ্যার রাম মন্দিরে ২০টি পুরোহিত পদের জন্য ৩ হাজারের বেশি আবেদনপত্র

Ayodhya Ram Temple Vacancy: আগামী ২২ জানুয়ারি, ২০২৪ তারিখে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে এবং বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপর ২৩ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে সর্বসাধারণের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এবার রাম মন্দিরের পূজারি খোঁজার পালা শুরু।

Ram Temple: অযোধ্যার রাম মন্দিরে ২০টি পুরোহিত পদের জন্য ৩ হাজারের বেশি আবেদনপত্র
অযোধ্যার রাম মন্দির।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2023 | 12:08 AM

অযোধ্যা: অযোধ্যার রাম মন্দিরের (Ram Temple) দ্বারোদ্ঘাটনের আর দু-মাসও বাকি নেই। স্বাভাবিকভাবেই এবার রাম মন্দিরের পূজারি (Priests) খোঁজার পালা শুরু। মোট ২০ জন পূজারি নিয়োগ করা হবে। কিন্তু, ২০টি পদের জন্য আবেদনপত্র জমা পড়েছে ৩ হাজারের বেশি।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে অফিসিয়ালি অযোধ্যার রাম মন্দিরের পুরোহিত নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। ঘোষণা হওয়া মাত্রই একাধিক আবেদনপত্র পড়তে শুরু হয়। আবেদনপত্রের সংখ্যা একেবারে ৩ হাজার ছাড়িয়ে যায়। তার মধ্য থেকে অবশ্য ২০০ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এবার তাঁদের মধ্য থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে আবার ছাঁটাই করা হবে।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, রাম মন্দিরের পুরোহিতের জন্য প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ২০০ জনের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের ভিত্তিতেই ২০০ জনের মধ্য থেকে ২০ জনকে নির্বাচিত করা হবে। ইন্টারভিউ নেওয়ার জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে রয়েছেন, বৃন্দাবনের হিন্দু প্রচারের অন্যতম প্রধান মহন্ত জয়কান্ত মিশ্র ও অযোধ্যার দুই মহন্ত, মিথিলেশ নন্দিনী শরণ এবং সত্যনারায়ণ দাস।

২০০ জনের মধ্য থেকে ২০ জনকে নির্বাচিত করা হলেও বাকিদের একেবারে বাদ দেওয়া হবে না। তাঁদের দ্বিতীয়বারের জন্য সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে। ট্রাস্টের অন্যতম কর্ণধার গোবিন্দ দেব গিরি জানান, যাঁরা পুরোহিত পদের জন্য নির্বাচিত হবেন, তাঁদের বিভিন্ন পদে নিযুক্ত করে ৬ মাসের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। আর যাঁরা নির্বাচিত হবেন না তাঁরাও প্রশিক্ষণে অংশ নিতে পারেন এবং প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পাবেন। পরবর্তী সময়ে ফের পুরোহিতের পদ সৃষ্টি হলে তাঁদের মধ্য থেকে ডাকা হতে পারে।

মূলত, ধর্মীয় পাঠ্যের মূল বিষয়বস্তু থেকে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের সময় প্রার্থীদের ২০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং বিনামূল্যে থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি, ২০২৪ তারিখে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে এবং বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপর ২৩ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে সর্বসাধারণের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে।