Bank Strike: জানুয়ারি মাসে এই চারদিন পরপর বন্ধ থাকবে ব্যাঙ্ক, চরম ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা
Bank Holiday: মাসের শেষে একাধিক দাবিতে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
নয়া দিল্লি: ব্যাঙ্কের যাবতীয় কাজ মাসের শেষে গিয়ে মেটাবেন বলে ভেবেছেন? তবে আপনার কপালে রয়েছে দুর্ভোগ। মাসের শেষে ব্যাঙ্কে গেলে, আপনাকে খালি হাতেই ফিরতে হবে। জানুয়ারি মাসের শেষেই চরম সমস্যায় পড়তে পারেন ব্যাঙ্কের গ্রাহকেরা। কারণ মাসের শেষে একাধিক দাবিতে দুই দিনের ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছেন ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন(Union Forum of Bank Union)। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ (Bank Closed) থাকবে। আগের দুটি দিন অর্থাৎ ২৮ ও ২৯ তারিখ শনি ও রবিবার হওয়ায়, সব মিলিয়ে মোট চারদিন বন্ধ থাকবে। এর কারণে সাধারণ মানুষ নানা সমস্যায় পড়তে পারেন।
কী কারণে ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে?
এআইবিইএ-র সাধারণ সম্পাদক ভেঙ্কটাচালাম জানান, বৃহস্পতিবার ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন, যা সংক্ষেপে ইউএফবিইউ নামে পরিচিত, সেই সংগঠনের সঙ্গে বৈঠক হয়। ব্যাঙ্ক কর্মীদের তরফে কাজের দিন কমিয়ে সপ্তাহে পাঁচদিন করতে হবে, এছাড়া পেনশন আপডেট, এনপিএস ব্য়বস্থা তুলে দেওয়া সহ একাধিক দাবি জানানো হয়েছিল। অভিযোগ, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের কাছে এই সমস্ত দাবি জানিয়ে একাধিকবার চিঠি লেখা হলেও, কোনও উত্তর মেলেনি। সেই কারণেই নিজেদের দাবি তুলে ধরতে জানুয়ারি মাসের শেষে ৩০ ও ৩১ তারিখ ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে।
ইউনিয়নের তরফে ৩০ ও ৩১ জানুয়ারি ধর্মঘট ডাকা হয়েছে। এই দুটি বার সোমবার ও মঙ্গলবার পড়ছে। এর আগের দিন অর্থাৎ ২৯ তারিখ রবিবার পড়ায় সেই দিনটিও ব্য়াঙ্ক বন্ধ থাকবে। ২৮ তারিখ মাসের চতুর্থ শনিবার পড়ায়, ওই দিনটিও ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ পরপর চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।