Bank Holiday: গুরুত্বপূর্ণ খবর! জুলাইতে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে জেনে নিন…
Bank Holidays in July: ইতিমধ্যে জুন প্রায় শেষ হয়ে এসেছে, জুলাই মাস পড়লেই ব্যাঙ্ক গ্রাহকদের বড় সমস্যার মুখোমুখি হতে হবে। কারণ জুলাই মাসে গোটা দেশে সব মিলিয়ে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
নয়া দিল্লি: ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই, আজকালকার দিনে এমন কাউকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। ব্যক্তিগত কাজ অথবা ব্যবসায়িক প্রয়োজনে অনেককে নিয়মিত ব্যাঙ্কে যেতে হয়, সেই কারণে হঠাৎ করে ব্যাঙ্ক বন্ধ হলে অনেককেই সমস্যার মধ্যে পড়তে হবে। ইতিমধ্যে জুন প্রায় শেষ হয়ে এসেছে, জুলাই মাস পড়লেই ব্যাঙ্ক গ্রাহকদের বড় সমস্যার মুখোমুখি হতে হবে। কারণ জুলাই মাসে গোটা দেশে সব মিলিয়ে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে বিভিন্ন রাজ্য অনুযায়ী ব্যাঙ্ক বন্ধের দিনগুলি বদলে যাবে। কবে কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে এক নজরে দেখে নেওয়া যাক…
জুলাই মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
১ জুলাই (রথ/কং যাত্রা): ভুবনেশ্বর এবং ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩ জুলাই (রবিবার): সারাদেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭ জুলাই (খারচি পূজা): আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯ জুলাই (দ্বিতীয় শনিবার, বখরি ঈদ): দ্বিতীয় শনিবার হওয়ার কারণে দেশব্যাপী ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। তখন কেরালার কোচি এবং তিরুবনন্তপুরমের ব্যাঙ্কগুলি বখরি ঈদের কারণে বন্ধ থাকবে।
১০ জুলাই (রবিবার): সারাদেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১১ জুলাই (ঈদ-উল-আধা): সারাদেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩ জুলাই (ভানু জয়ন্তী): গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ জুলাই (বেহ ডিয়েনখলাম): শিলংয়ে ব্যাংক বন্ধ থাকবে।
১৬ জুলাই (হারেলা): দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ জুলাই (রবিবার): সারাদেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ জুলাই (চতুর্থ শনিবার): সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪ জুলাই (রবিবার): সারাদেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ জুলাই (কের পূজা): আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১ জুলাই (রবিবার): সারাদেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।