Bank Holiday: আগামী সপ্তাহে ৫ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক
Banking Service: আগামী সপ্তাহে পাঁচ দিন পর্যন্ত ছুটির দিন রয়েছে ব্যাঙ্কে। তবে তা গোটা দেশে নয়। বাংলাতে আগামী সপ্তাহে সপ্তাহান্তের ছুটি বাদে বাকি দিনে ব্যাঙ্কের কোনও ছুটি নেই।
নয়া দিল্লি: আগামী সপ্তাহে ব্যাঙ্কের কোনও কাজে যাওয়ার আগে অবশ্যই ক্যালেন্ডারে দিনটা দেখে নেবেন। ২১ নভেম্বর (রবিবার) থেকে শুরু হওয়া আগামী সপ্তাহে, সারা দেশে সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাঙ্ক সপ্তাহের সাত দিনের মধ্যে পাঁচ দিন বন্ধ থাকবে।
যদি আমরা নভেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্কের জারি করা ছুটির তালিকায় নজর রাখি, তাহলে বেঙ্গালুরু ছাড়া সারা দেশে সমস্ত ব্যাঙ্কগুলি দীপাবলিতে বন্ধ ছিল। যা ৪ নভেম্বর পড়েছিল। ১৯ নভেম্বর ব্যাঙ্কিং পরিষেবা ভারতের বেশিরভাগ অংশে গুরু নানক জয়ন্তীর জন্য বন্ধ থাকলেও পটনার মতো এলাকায় ব্যাঙ্ক খোলা ছিল। এ ছাড়াও, শুধুমাত্র সপ্তাহান্তের ছুটি একই দিনে সারা ভারত জুড়ে সমস্ত ব্যাঙ্কের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।
আগামী সপ্তাহে ২১ নভেম্বর রবিবার সপ্তাহান্তের ছুটি। একইরকমভাবে ২৭ এবং ২৮ নভেম্বরও ছুটি থাকছে সপ্তাহান্তের। এর পাশাপাশি আপনি যদি বেঙ্গালুরুর বাসিন্দা হন, তাহলে ২২ নভেম্বর বন্ধ থাকবে সেখানকার ব্যাঙ্ক। আবার ২৩ নভেম্বর শিলংয়ের ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে।
চলতি মাসের শুরুতে দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজো এবং গুরু নানক জয়ন্তীর মতো উৎসবের মধ্যে ব্যাঙ্কগুলি ১২ দিন বন্ধ ছিল। আর আগামী সপ্তাহে পাঁচ দিন। অর্থাৎ, নভেম্বর মাসে গোটা দেশে ব্যাঙ্কগুলি মোট ১৭ দিন পর্যন্ত বন্ধ ছিল। তাই, আপনি যদি পরের সপ্তাহে ব্যাঙ্কের কোনও শাখায় যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে অবশ্যই ব্যাঙ্কের ছুটির দিনগুলি দেখে নেবেন।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) দ্বারা প্রকাশিত একটি তালিকা অনুসারে ব্যাঙ্ক ছুটি কার্যকর হয় ৷ কয়েকটি জাতীয় ছুটির জন্য বাদে, বাকি ছুটির দিনগুলি শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যে ব্যাঙ্কগুলির ক্ষেত্রে প্রযোজ্য থাকে। উদাহরণস্বরূপ, কানাকদাসা জয়ন্তীতে বেঙ্গালুরুতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে, তবে দেশের অন্যান্য জায়গায় ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। এই জন্য, ব্যাঙ্ক গ্রাহকদের সাধারণত ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা সম্পর্কে জানতে তাঁদের নিকটবর্তী শাখায় যোগাযোগ করতে বলা হয়ে থাকে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে ব্যাঙ্কগুলি তিনটি পৃথক প্রক্রিয়ায় ছুটি পাবে। এগুলো হল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, হলিডে, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্লোজিং। এই বিজ্ঞাপিত দিনগুলিতে, সরকারী সেক্টর, বেসরকারি ব্যাঙ্ক, বিদেশী ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক এবং সারা দেশে আঞ্চলিক ব্যাঙ্কগুলি অন্তর্ভুক্ত প্রতিটি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ব্যাঙ্কগুলির সমস্ত শাখা প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), স্বাধীনতা দিবস (১৫ অগস্ট), এবং গান্ধী জয়ন্তী (২ অক্টোবর), ক্রিসমাস দিবস (২৫ ডিসেম্বর) বন্ধ থাকে। দীপাবলি, ক্রিসমাস, ঈদ, গুরু নানক জয়ন্তী, গুড ফ্রাইডে সহ বিভিন্ন উৎসবেও ব্যাঙ্ক বন্ধ থাকে। আরবিআই প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছাড়াও সমস্ত ব্যাঙ্কের জন্য রবিবারকে বাধ্যতামূলক ছুটি করেছে। যেহেতু রাজ্যভিত্তিক ছুটির দিন পরিবর্তিত হয়, তাই সব রাজ্যের ব্যাঙ্কগুলিতে সেই সমস্ত দিনে ছুটি নাও থাকতে পারে।
আরও পড়ুন : Digital Loan দেওয়া অবৈধ অ্যাপগুলি এবার আইনের আওতায়, RBI তৈরি করেছে এই পরিকল্পনা