AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Britannia Share: সোনার বিস্কুট! ২৯৫ টাকায় শুরু ব্রিটানিয়ার ব্যবসা আজ ১২ হাজার কোটিতে

Britannia Share: বর্তমানে সংস্থার ৯৫ শতাংশ রেভিনিউ আসে বিস্কুট জাতীয় পণ্য থেকে। একইসঙ্গে মোট বিক্রির ৫ শতাংশ লাভ হয় বিস্কুট ছাড়া কেক, মাখন, চিজ-জাতীয় পণ্য থেকে।

Britannia Share: সোনার বিস্কুট! ২৯৫ টাকায় শুরু ব্রিটানিয়ার ব্যবসা আজ ১২ হাজার কোটিতে
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 5:15 PM
Share

কলকাতা: শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বের শেয়ার বাজারেই (Share Market) করোনা পরবর্তীতে সময়ে বারবারই বড়সড় ধস দেখতে পাওয়া গিয়েছে। সেই সঙ্গে আম-আদমির চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি। যদিও এই খারাপ সময়ের মধ্যেও ভারতীয় শেয়ার বাজারে (Indian Share Market) মাথা তুলে দাঁড়িয়েছে বেশ কিছু স্টক। এমনকী এই সংস্থাগুলির স্টকের উপর যাঁরা দীর্ঘ সময় ধরে ভরসা করেছিলেন তাঁরা এবার বড় লাভের মুখ দেখতে শুরু করেছেন। এই তালিকায় সকলকে চমকে দিয়েছে ওয়াদিয়া গ্রুপের বিস্কুট নির্মাতা সংস্থা ব্রিটানিয়া (Britannia Industries)। 

এদিকে বাজারের ওঠানামার দিকে লক্ষ্য রাখলে দেখা যাবে ব্রিটানিয়ার ব্যাবসা গত ৩৮টি ত্রৈমাসিকে টানা লক্ষ্মীলাভ করছে। লাভের নিরিখে বর্তমানে তা কার্যত হয়ে উঠেছে ১২ হাজার কোটির ক্লাবে। এমনকী ভেঙে গিয়েছে ১৫ বছরে লাভের সর্বোচ্ছ রেকর্ডও। চলতি বছরে শুধুমাত্র জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে নিট মুনাফা বছরে ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দেখা যাচ্ছে। লাভ হয়েছে প্রায় ৪৯০ কোটি টাকা। সহজ হিসাবে দেখা যাচ্ছে ২৬ বছরে কোম্পানির শেয়ারের দাম ১৩.৪৭ টাকা থেকে বেড়ে ৪,২৩৭ টাকা হয়েছে। এদিকে ব্রিটানিয়ার যাত্রা শুরু গল্প শুনলে যে কোনও ব্যক্তিরই চোখ ধাঁয়িয়ে যেতে পারে। মাত্র ২৯৫ টাকা দিয়ে খোলা হয়েছিল ব্রিটানিয়ার ব্যবসা। তবে চলার পথে বারবারই বদলেছে সংস্থার মালিকানা। 

মালিকানা ছিল বাঙালির হাতে

সংস্থার ইতিহাস বলেছে ব্রিটিশ শাসিত ভারতে কলকাতায় ব্রিটিশদের হাতেই ব্রিটানিয়ার গোড়াপত্তন। ১৮৯২ সালে কলকাতা শহরে দমদম এলাকায় একটি ছোট ঘর থেকে জনাকয়েক ব্রিটিশ বেকারের উদ্যোগে এই কোম্পানির শুরু হয়। যদিও পরবর্তীতে তা এসে যায় এক বাঙালির হাতে। গুপ্ত ব্রাদারস (Gupta Brothers) নামে নলিনচন্দ্র গুপ্ত (Nalin Chandra Gupta) ব্রিটানিয়া কিনে ফেলেন। যদিও তারপর শতাব্দী প্রাচীন যাত্রায় বারবার সংস্থার অংশীদারিত্ব, মালিকানা এবং শেয়ারহোল্ডিং দফায় দফায় পরিবর্তিত হয়েছে। ব্রিটানিয়া গুপ্ত ব্রাদার্সের হাত ধরেই সিএইচ হোমস, পিক ফ্রেন এবং পরে এবিআইএল কোম্পানির কাছে চলে যায়। ১৯৭৯ সালের ৩ অক্টোবর ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি লিমিটেড থেকে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড নাম হয়ে যায় সংস্থার। বর্তমানে সংস্থার ৯৫ শতাংশ উপার্জন আসে বিস্কুট জাতীয় পণ্য থেকেই। একইসঙ্গে মোট বিক্রির ৫ শতাংশ আসে কেক, মাখন, চিজ-জাতীয় পণ্য থেকে।