Common Charger: মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচের আলাদা চার্জার সামলাতে হিমশিম খাচ্ছেন? মুশকিল আসান করার ভাবনা কেন্দ্রের

Common Charger: সমস্ত ফোন, ল্যাপটপ, এয়ারবাড ইত্যাদির জন্য একটি কমন চার্জার আনার পরিকল্পনা করা হচ্ছে। যদি সত্যিই এই চার্জার আনা হয়, তবে এরফলে সবথেকে বেশি প্রভাবিত হবে অ্যাপেল সংস্থার ব্যবসা।

Common Charger: মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচের আলাদা চার্জার সামলাতে হিমশিম খাচ্ছেন? মুশকিল আসান করার ভাবনা কেন্দ্রের
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 11:24 AM

নয়া দিল্লি: মোবাইলের একেক ব্রান্ডের চার্জার একেক রকম। দামের ফারাকের উপরে নির্ভর করে চার্জারের ধরনও। কোথাও টাইপ-সি, কোনও ফোনে আবার টাইপ-এ চার্জার ব্যবহার। আবার আইফোনের চার্জার বাকি ফোনের থেকে আলাদা। বিভিন্ন ধরনের ল্যাপটপের জন্যও ব্যবহার করতে হয়। কিন্তু যদি মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটাই চার্জার হয়, তাহলে?  বর্তমানে এমন কোনও চার্জার না থাকলেও, ব্যবহারকারীদের সুবিধার জন্য পরবর্তী সময়ে এই ধরনের চার্জার আনারই পরিকল্পনা করা হচ্ছে।

গত অগস্ট মাসেই কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে সংশ্লিষ্ট চার্জার উৎপাদক ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হয়। সমস্ত বৈদ্যুতিন যন্ত্রের জন্য একটি চার্জার তৈরি সম্ভব  কি না, তা নিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়।  গত বছর নভেম্বর মাসে গ্লাসগোয় জলবায়ু পরিবর্তন সম্মেলনে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা উল্লেখ করেছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রকের তরফেও এই পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ২০৩০ সালের মধ্যে দেশের ইলেকট্রনিক ওয়েস্ট বা বৈদ্যুতিন বর্জ্য ৪৫ শতাংশ কমানোর লক্ষ্য স্থির করা হয়েছে।

‘অল ডিভাইস, সিঙ্গেল চার্জার’ হলে কারা প্রভাবিত হবে?

সমস্ত ফোন, ল্যাপটপ, এয়ারবাড ইত্যাদির জন্য একটি কমন চার্জার আনার পরিকল্পনা করা হচ্ছে। যদি সত্যিই এই চার্জার আনা হয়, তবে এরফলে সবথেকে বেশি প্রভাবিত হবে অ্যাপেল সংস্থার ব্যবসা। অ্যাপেলের আইফোনে এখনও লাইটিম পোর্ট ব্যবহার করা হয় চার্জের জন্য, যা বাকি সমস্ত মোবাইল উৎপাদক সংস্থার থেকে আলাদা।  এছাড়া যদি ম্যাকবুক এয়ার ব্যবহার করেন, তারজন্য আলাদা চার্জার ব্যবহার করতে হবে।

কিন্তু প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পরিবর্তন আনছে অ্যাপেলও। আপনার কাছে যদি নতুন আইপ্যাড ও ম্যাকবুক থাকে, তবে দুটি গ্যাজেটই টাইপ-সি চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে। নচুন এম-২ পাওয়ারের ম্যাকবুকগুলিও টাইপ-সি চার্জার দিয়ে চার্জ দেওয়া সম্ভব।