হাতে আর মাত্র কয়েকটা দিন, এই তারিখের মধ্যে আধার আপডেট না করলে…

Aadhaar: যদি অনলাইনে আপডেট করতে না পারেন তাহলে যে কোনও আধার সেন্টারে গিয়ে এই কাজ করতে পারেন। এজন্য প্রথমে ‘Bhuvan Aadhaar Portal’ এ গিয়ে পিন কোড দিতে হবে। সঙ্গে সঙ্গে বাড়ির সামনে আধার কেন্দ্র কোথায় আছে তা দেখিয়ে দেবে।

হাতে আর মাত্র কয়েকটা দিন, এই তারিখের মধ্যে আধার আপডেট না করলে...
আধার কার্ড নিয়ে বড় খবর।Image Credit source: Soumyabrata Roy/NurPhoto via Getty Images
Follow Us:
| Updated on: Nov 26, 2024 | 7:04 PM

১০ বছর হয়ে গিয়েছে, এমন সমস্ত আধার কার্ড নতুন করে আপডেট করতে হবে। এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে। মূলত আধারে দেওয়া সমস্ত ডেটা যাতে ঠিক থাকে সেই কারণেই এই সিদ্ধান্ত। বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ নথি আধার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধার যুক্ত করা এখন বাধ্যতামূলক। তাই আপডেট ঠিক না হলে যে কোনও সময়ে পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে।

অনলাইন এবং অফলাইন, দুটি ক্ষেত্রেই আধার আপডেট করা সম্ভব। এখনও পর্যন্ত যদি ১০ বছরের পুরনো আধার আপডেট না করে থাকেন তাহলে এখনই করে নিন।

আপডেট করার শেষ তারিখ

অনলাইনে নথি আপডেটের জন্য সরকার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। সেই মতো আগামী ১৪ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে এই কাজ করতে হবে। এই সময়ের মধ্যে আধার আপডেট করতে চাইলে তা হবে সম্পূর্ণ ফ্রি’তে। MyAadhar Portal – গিয়ে সহজেই সমস্ত তথ্য আপডেট করতে পারবেন। তবে ১৪ ডিসেম্বরের পর এই কাজ আর অনলাইনে বাড়িতে বসে করতে পারবেন না। এজন্য আধার সেন্টার যেতে হবে। এমনকী ৫০ টাকা দিয়ে আধার আপডেট করতে হবে।

অনলাইন আপডেট কীভাবে করবেন?

প্রথমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। এরপর আধার নম্বর এবং OTP দিতে হবে। সঙ্গে সঙ্গে পেজ খুলে যাবে আর একটি। সেখানে ‘Document Update’ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আর তা হবে অনলাইনেই। সঙ্গে সঙ্গে SRN নম্বর চলে আসবে আপনার কাছে। তা দিয়ে আপডেট স্ট্যাটাস দেখতে পারবেন।

সেন্টারে কীভাবে আপডেট করবেন

যদি অনলাইনে আপডেট করতে না পারেন তাহলে যে কোনও আধার সেন্টারে গিয়ে এই কাজ করতে পারেন। এজন্য প্রথমে ‘Bhuvan Aadhaar Portal’ এ গিয়ে পিন কোড দিতে হবে। সঙ্গে সঙ্গে বাড়ির সামনে আধার কেন্দ্র কোথায় আছে তা দেখিয়ে দেবে। সেখানে ৫০ টাকা ফি দিয়ে নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি তথ্য আপডেট করতে পারেন। নাম-জন্ম তারিখ বদলের ক্ষেত্রে সমস্ত নথি সঙ্গে রাখাটা খুব জরুরি। যে নথি জমা দেবেন সেখানে যাতে কোনও ভুল না থাকে তা নিশ্চিত করতে হবে।