Elon Musk on Twitter: টুইট করতে খরচ হবে গ্যাঁটের কড়ি? ইলন মাস্ক জানালেন এই সিদ্ধান্তের কথা…
Elon Musk on Twitter: মঙ্গলবার ইলন মাস্ক নিজেই টুইট করে জানান যে, সাধারণ ব্যবহারকারীদের জন্য টুইটার ফ্রি হলেও, বাণিজ্যিক বা সরকারি ব্যবহারের ক্ষেত্রে সামান্য 'চার্জ' নেওয়া হতে পারে।
সান ফ্রান্সিসকো: মালিকানা বদলাচ্ছে। এবার কি টুইট করতেও খরচ হবে টাকা? গত মাসে টুইটারের (Twitter) শেয়ার কেনার পর থেকেই সংস্থার কর্মপদ্ধতি ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একাধিক পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছিলেন টেসলা কর্তা ইলন মাস্ক (Elon Musk)। সম্প্রতিই গোটা সংস্থাকে কিনে নেওয়ার পর সেই জল্পনায় আরও হাওয়া লাগে। মঙ্গলবার ইলন মাস্ক নিজেও জানিয়ে দিলেন যে আগামিদিনে টুইট করতে অল্প হলেও টাকা খরচ হতে পারে। কেবলমাত্র উঁচু স্তরের মানুষদের জন্য নয়, টুইটার যাতে প্রত্যেক মার্কিনবাসীর হাতের মুঠোয় চলে আসে, তার জন্যই এই পরিকল্পনা করছেন ইলন মাস্ক।
মঙ্গলবার ইলন মাস্ক নিজেই টুইট করে জানান যে, সাধারণ ব্যবহারকারীদের জন্য টুইটার ফ্রি হলেও, বাণিজ্যিক বা সরকারি ব্যবহারের ক্ষেত্রে সামান্য ‘চার্জ’ নেওয়া হতে পারে। তিনি টুইটে বলেন, “টুইটার সবসময়ই সাধারণ ব্যবহারকারীদের জন্য ফ্রি থাকবে, তবে বাণিজ্যিক ও সরকারি কাজে ব্যবহারের জন্য সামান্য খরচ বহন করতে হতে পারে।”
Twitter will always be free for casual users, but maybe a slight cost for commercial/government users
— Elon Musk (@elonmusk) May 3, 2022
যদিও টুইটারের তরফে এই বিষয়ে আনষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি এবং মন্তব্য করতেও অস্বীকার করেছে।
উল্লেখ্য, গতমাস থেকে টেসলা কর্তা টুইটারে একাধিক পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছিলেন। টুইটার ব্লু প্রিমিয়াম সার্ভিসের ফি কমানো থেকে শুরু করে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা মেটানোর কথা বলেছিলেন তিনি। সম্প্রতি সংস্থাকে কেনার চুক্তিতে সই করার পর মাস্ক জানিয়েছিলেন, এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মকে আরও উন্নত করতে একাধিক নতুন ফিচার্স আনার পরিকল্পনা রয়েছে তাঁর।
এদিকে, মালিকানা বদলের পর সংস্থায় ছাঁটাই নিয়েও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘনিষ্ঠ সূত্রে খবর, ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার সংস্থাকে কিনে নেওয়ার পর থেকেই কীভাবে দ্রুত সেই টাকা আদায় করা সম্ভব, তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন টেসলা কর্তা। সংস্থার সিইও ছাঁটাই থেকে শুরু করে বোর্ড অফ ডিরেক্টরদের বেতন কমানো ও কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে তাঁর।