EPFO Rule : আর লাগবে না হাসপাতালের বিল, বদলে গেল মেডিক্যাল এমার্জেন্সিতে PF থেকে টাকা তোলার নিয়ম
EPFO Rule : আর প্রয়োজন পড়বে না হাসপাতালের বিলের। তার আগেই মেডিক্যাল এমার্জেন্সিতে EPFO থেকে টাকা তুলতে পারবেন সদস্যরা।
সকল চাকরিজীবীদের কাছে ভবিষ্যতের সঞ্চয় হল প্রভিডেন্ট ফান্ড (Provident Fund)। তবে জীবনের যেকোনও সময় আপৎকালীন পরিস্থিতিতে টাকার প্রয়োজন হতে পারে। আর সেই প্রয়োজন যদি চিকিৎসাগত কারণে হয় তাহলে টাকার আশু প্রয়োজন হয় তা বলাই বাহুল্য। এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন মেডিক্যাল এমারজেন্সি ও হাসপাতালে ভর্তি করার ক্ষেত্রে বদল করল নিয়ম। EPFO সদস্যরা প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু পরিমাণ টাকা তুলতে পারবে।
আগেও হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে পিএফ থেকে টাকা তোলা যেত। তবে হাসপাতালের বিল দেওয়ার পরই পিএফ থেকে টাকা তোলা যেত। তবে গত বছর এই নিয়মের পরিবর্তন করা হয়েছে। তবে নয়া নিয়মে EPFO সদস্যদের আরও বেশি সুবিধা হয়েছে। এখন কোনও মেডিক্যাল এমার্জেন্সির ক্ষেত্রে কোনও হাসপাতালের বিল বা কোনও নথিপত্র ছাড়াই টাকা তুলতে পারেন সদস্যরা। ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে পিএফ থেকে। তবে এই টাকা তোলার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। এই সুবিধা পাবেন CS(MA) নিয়ম বা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প (CGHS)-র আওতায় থাকা কর্মচারীরা। এছাড়াও সরকারি কোনও হাসপাতাল বা পাবলিক সেক্টর ইউনিট (PSU) বা CGHS এ রোগের চিকিৎসা করালেই টাকা তোলা যাবে। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে EPFO কর্তৃপক্ষের তরফে ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করা হবে। তারপরেই টাকা তুলতে পারবেন সদস্যরা।
মেডিক্যাল এমার্জেন্সির জন্য কীভাবে EPFO থেকে টাকা তুলবেন :
- EPFO পোর্টালে (epfindia.gov.in) লগ ইন করুন।
- UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
- ‘অনলাইন সার্ভিসেস’ ট্যাবে যান। ‘ক্লেইম’ অপশনে ক্লিক করুন।
- তারপর একটি নতুন পেজ খুলবে। সেখানে UAN-র সঙ্গে সংযুক্ত ব্যাঙ্কের তথ্য যাচাই করা হবে।
- মনোযোগ দিয়ে শর্তাবলী পড়ে নিয়ে পড়ে পরবর্তী ধাপের জন্য এগিয়ে যান।
- ‘Proceed for online claim’-এ ক্লিক করুন। টাকা তোলার আবেদনে অপশনের জায়গায় ‘মেডিক্যাল এমারজেন্সি’ তে ক্লিক করুন।
- সপ্তাহের কাজের দিনের টাকা তোলার আবেদন করলে দিনের শেষে টাকা পেয়ে যাওয়ার কথা।
- উল্লেখ্য, রোগী যদি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান তাহলে মেডিক্যাল বিলটি ৪৫ দিনের মধ্যে EPFO তে জমা করতে হবে।