ফোর্বসের দেশের ১০ ধনীর তালিকায় শীর্ষে অম্বানী, দ্বিতীয় আদানি, তালিকায় রয়েছেন আর কে কে?
ফোর্বসের তথ্যসূত্র অনুযায়ী, গতবছরে লকডাউনের সময়ে কোটিপতির সংখ্যা ১০২ থেকে বেড়ে ১৪০-এ পৌঁছেছে।
নয়া দিল্লি: করোনাভাইরাস (COVID-19) দেশের অর্থনীতিতে কামড় বসাতে পারলেও, একটুকু আঁচড়ও কাটতে পারেনি দেশের ধনকুবেরদের গায়ে। তার প্রমাণ মিলল আরও একবার। সম্প্রতি দেশের প্রথম ১০ জন ধনীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস (Forbes)। তাতে দেখা গিয়েছে শীর্ষে রয়েছেন রিলায়েন্স সংস্থার কর্নধার মুকেশ অম্বানী(Mukesh Ambani)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি(Gautam Adani)।
৮৪.৫ বিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা ৬২ লক্ষ ৪৬ হাজার ৭৪৪ কোটি টাকার মালিক মুকেশ অম্বানী ফোর্বসের তালিকায় প্রথম স্থানে রয়েছেন। টেলিকম সংস্থা থেকে পেট্রপণ্যে-সবক্ষেত্রেই অবাধ বিচরণ তাঁর। বিগত বছরে জিও টেলিকম পরিষেবায় ২৬ লাখ ৩ হাজার ৫৪৫ কোটি টাকা বিনিয়োগ লাভ করায় অম্বানী সংস্থা সহজেই ২০২১ সালের মধ্যেই সংস্থাকে সম্পূর্ণ ঋণমুক্ত করার লক্ষ্যমাত্রাও পূরণ করেছে।
অন্যদিকে, ৩৭ লাখ ২১ হাজার ২০০ কোটি টাকার মালিক আদানি সংস্থার প্রধান গৌতম আদানি ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছেন। আদানির সম্পত্তি বৃদ্ধির অন্যতম কারণ তাদের মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের মালিকানা। ২০২০ সালে দেশের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরের ৭৪ শতাংশ শেয়ারই আদানি গ্রুপের নামে ছিল। সম্প্রতি সংস্থার তরফে তাদের ২০ শতাংশ সম্পত্তি, যার মধ্যে অন্যতম ছিল আদানি গ্রিন এনার্জি, তা একটি ফরাসি সংস্থার কাছে বিক্রি করে দেয়।
আরও পড়ুন: ভোটের আবহে স্থিতাবস্থা বিশ্ববাজারে, টানা ৮দিন ধরে অপরিবর্তিত পেট্রপণ্যের দাম
আদানির আগে এই স্থানে ছিলেন সুপারমার্টের প্রতিষ্ঠাতা রাধাকৃষাণ দামানি। তবে দুই ভাইয়ের বিবাদে সেই স্থানে উঠে এসেছে আদানি সংস্থা। এই প্রথম ফোর্বসের তালিকায় রাধাকৃষাণ ও তাঁর ভাই গোপীকৃষাণ দামানির নাম আলাদাভাবে জায়গা পেল।
ফোর্বসের প্রথম ১০ ধনীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এইচসিএল সংস্থার প্রতিষ্ঠাতা শিব নাদার। তাঁর সম্পত্তির পরিমাণ ১৭ লাখ ৪৭৯ হাজার ৯০৬ কোটি টাকা। তবে সম্প্রতি তিনি গ্রুপ চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মালিকানার দায়িত্ব তুলে দিয়েছেন তাঁর মেয়ে রোশনী নাদার মালহোত্রা। গতবছরে দ্বিতীয় স্থানে থাকা দামানি এ বার চতুর্থ স্থানে এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর উদয় কোটাক পঞ্চম স্থানে চলে এসেছেন।
ফোর্বসের তথ্যসূত্র অনুযায়ী, গতবছরে লকডাউনের সময়ে কোটিপতির সংখ্যা ১০২ থেকে বেড়ে ১৪০-এ পৌঁছেছে। করোনা সংক্রমণের জেরে আর্থিক মন্দা দেখা দিলেও দেশের অন্যতম তিনজন ধনী ব্যক্তির সম্পত্তির মিলিত পরিমাণ ৭ লাখ ৪৩ হাজার ১৭০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।