Gas Price Hike: রাশিয়া-ইউক্রেন সংঘাতের মাঝেই একলাফে ১০৮ টাকা বাড়ল গ্যাসের দাম

Gas Price Hike: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে, তার মধ্যেই এই গ্যাসের দাম বাড়ায় শঙ্কিত অনেকেই।

Gas Price Hike: রাশিয়া-ইউক্রেন সংঘাতের মাঝেই একলাফে ১০৮ টাকা বাড়ল গ্যাসের দাম
ফের বাড়ল গ্যাসের দাম
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2022 | 10:26 AM

নয়া দিল্লি : ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি ১০৮ টাকা করে দাম বেড়েছে। ১ মার্চ, অর্থাৎ মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে সেই নতুন দাম। তবে বাড়িতে যে রান্নার গ্যাস ব্যবহার করা হয়, তার দাম বাড়ছে না আপাতত। বাণিজ্যিক গ্যাস অর্থাৎ ১৯ কেজির সিলিন্ডারের দাম বাড়ল। সিলিন্ডার প্রতি নতুন দাম হচ্ছে ২ হাজার ৯৫ টাকা। এতে সাধারণ মধ্যবিত্তের জীবনে সরাসরি প্রভাব না পড়লেও, পরোক্ষ প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণত, বিশ্ববাজারের দামের ওপর নির্ভর করেই রান্নার গ্যাসের দাম কমানো বা বাড়ানো হয়। তবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এই মূল্যবৃদ্ধি উদ্বেগের কারণ বলে মনে করছেন অনেকেই।

সোমবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। গত বছরের ৬ অক্টোবরের পর বাড়ির রান্নার গ্যাস অর্থাৎ ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এর মধ্যে পরিবর্তন করা হয়েছে। গত বছরের নভেম্বরে রান্নার গ্যাসের দাম ছিল ২ হাজার ১৭৭ টাকা। পরে সেই দাম কমে। সেই তুলনায় এখনও বাণিজ্যিক গ্যাসের দাম আয়ত্তের মধ্যে রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এই বাণিজ্যিক গ্যাস সাধারণত ব্যবহার করা হয় হোটেল বা রেস্তোরাঁয়। তাই এই মূল্যবৃদ্ধির কারণে কেনা খাবারের দামে প্রভাব পড়তে পারে।

ভারত সাধারণত এই গ্যাস বিদেশ থেকে আমদানি করে। তথ্য বলছে, ২০২০ সালে ১ কোটি ৪০ লক্ষ টন গ্যাস আমদানি করেছে ভারত। তাই বিশ্ব বাজারের দামের ওপরেই নির্ভর করে গ্যাসের দাম। তাই এই মূল্যবৃদ্ধি খুব অস্বাভাবিক কিছু নয়। তবে, যুদ্ধের আবহে গ্যাস বা তেলের দাম আরও বাড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ক্রমশ বাড়ছে। ২০২১-এর ডিসেম্বরে অশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেল প্রতি ৬৮.৮৭ ডলার, যা এখন বেড়ে প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ গত দেড় মাসে অনেকটাই বেড়েছে অশোধিত তেলের দাম। বিশেষজ্ঞদের আশঙ্কা, পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই জ্বালানি তেলের দাম বাড়বে হু হু করে। পেট্রোল ও ডিজেল এবং রান্নার গ্যাসের দাম পাল্লা দিয়ে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : Russia Ukraine Conflict: রোমানিয়া, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে ফোন নরেন্দ্র মোদীর

আরও পড়ুন : GDP Growth : গত ত্রৈমাসিকে ‘ধীর গতিতে এগিয়েছে’ ভারতের অর্থনীতি, ইউক্রেন সংকটের আবহে প্রকাশিত জিডিপির পূর্বাভাস