Gold Price Today : পুজোর আগে ফের দাম বাড়ল সোনার, মঙ্গলে কত রইল হলুদ ধাতুর দর?

Gold Price Today : মঙ্গলে দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা।

Gold Price Today : পুজোর আগে ফের দাম বাড়ল সোনার, মঙ্গলে কত রইল হলুদ ধাতুর দর?
আজ সকাল ১১ টা অনুযায়ী, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৪৩৩ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৪৩,৪৬৪ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৪,৩৩০ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৪৩,৩০০ টাকা।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2022 | 11:21 AM

কলকাতা : পুজোর মরসুমে বেশ কয়েকদিন ধরেই দাম কমছিল সোনার গয়নার। কিন্তু মঙ্গলে ক্রেতাদের খানিকটা হতাশ করল সোনার দাম। এদিন সামান্য দাম বেড়েছে সোনার গয়নার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। গতকাল রুপোর দামে কোনও ওঠা-নামা না দেখা গেলেও মঙ্গলে দাম বেড়েছে রুপোরও।

মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৫৯৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৭৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৫,৯৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৫৯,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০১৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,১০৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,১৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০১,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,২০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

পুজোর মরসুমে সোনার দাম নিম্নমুখীই ছিল। গত এক সপ্তাহ ধরে ক্রমান্বয়ে দাম কমার পর মঙ্গলে দাম বেড়েছে হলুদ ধাতুর। এদিন দাম বেড়েছে রুপোরও। তবে রেকর্ড দামের থেকে অনেকটাই কম রয়েছে সোনার দাম।

সোমবার বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৭৬.৮৮ মার্কিন ডলার। মঙ্গলে বিশ্ববাজারে আরও খানিকটা দাম কমল সোনার। এদিন বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৬৭৫.২৬ মার্কিন ডলার। বিশ্ব বাজারে দাম কমলেও দেশীয় বাজারে সামান্য দাম বেড়েছে হলুদ ধাতুর।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬৮০.৩০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯৭.৪০ টাকা। দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৭৩.৭০ টাকা।