Gold Price Today: লক্ষ্মীবারে রেকর্ড ভাঙল সোনার দর, ৬২ হাজারের উপরে দর হাকাচ্ছে হলুদ ধাতু

Gold and Silver Price Today: মে মাসের প্রথমদিকে দাম কম ছিল সোনার। তবে ফের ঊর্ধ্বমুখী সোনার দর। বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৫০০ টাকা। দাম বেড়েছে রুপোরও।

Gold Price Today: লক্ষ্মীবারে রেকর্ড ভাঙল সোনার দর, ৬২ হাজারের উপরে দর হাকাচ্ছে হলুদ ধাতু
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 11:45 AM

কলকাতা: চলছে বিয়ের মরসুম। ফলে স্বাভাবিকভাবেই সোনার দোকানে ভিড় বাড়বে ক্রেতাদের। এই আবহে চড়চড়িয়ে বাড়ল সোনার দর (Gold Price Today)। মে মাসের প্রথমদিকে দাম কম ছিল সোনার। তবে ফের ঊর্ধ্বমুখী সোনার দর। বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৫০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫৪০ টাকা। আজ সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম বাড়ল ৩০০ টাকা।

বৃহস্পতিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৭০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৫,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৭,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৭০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,২১৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৯,৭৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬২,১৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,২১,৮০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৭,১০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বুধবার চড়চড়িয়ে দাম বেড়েছিল সোনার। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৮০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৮৮০ টাকা। গতকালই ৬১ হাজারের গণ্ডি পেরিয়েছিল সোনার দর। আজ তা বেড়ে ৬২ হাজারের গণ্ডি পেরোল। বৃহস্পতিতে সর্বকালীন রেকর্ড ভাঙল সোনার দর। এদিকে সমান হারেই ঊর্ধ্বমুখী রুপোর দরও।

আজ বিশ্ব বাজারে দাম বেড়েছে সোনার। বৃহস্পতিবার ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ২,০৪০.৯৬ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এই কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,৬৭৬ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৬.৩০ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২৫.৭৭ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*