Gold Price Today : পুজোর আগে কিনবেন পছন্দের গয়না? জানুন সোনার দামে শনির দশা লাগল কি না…

Gold Price Today : শনিবার দাম বাড়েনি সোনা-রুপোর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৭৫০ টাকা।

Gold Price Today : পুজোর আগে কিনবেন পছন্দের গয়না? জানুন সোনার দামে শনির দশা লাগল কি না...
শনিবার ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৬০ টাকা। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৫০০ টাকা।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 12:08 PM

কলকাতা : পুজোর মরশুমে অনেকেই টুকটাক সোনার গয়না কিনে থাকেন। সারা বছর টাকা জমিয়ে এই সময় ছোটোখাটো কিছু কিনে থাকেন। সোনা শুধুমাত্র সাজসজ্জার জন্যই নয়। অনেকেই এটিকে বিনিয়োগ হিসেবে দেখে থাকেন। এই আবহে শনিবার দাম সোনার দাম অপরিবর্তিত থাকল। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৭৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫১ হাজার টাকা। এদিন দাম বাড়েনি রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম রয়েছে ৫৫ হাজার টাকা।

শনিবার বেলা ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৭৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৪০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৭৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৭,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৮০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১০,০০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৫,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গত দু’দিন দাম বেড়েছিল সোনার। কিন্তু শনিবার সোনার দামে কোনও হেরফের দেখা যায়নি। গতকালের দামই বহার রয়েছে সোনার। এদিন দাম অপরিবর্তিত রয়েছে রুপোরও।

এদিন বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম রয়েছে ১,৭১৭.০১ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬০২.৮৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৮২.৪৫ টাকা। তবে এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭৩.২৫ টাকা।