Gold Price Today: সোমবার দাম কম রয়েছে সোনার, আজ বাজারে কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?

Gold Price Today: সোমবার দাম বেড়েছে সোনার। তবে এ দিন অপরিবর্তিত রয়েছে রুপোর দাম।

Gold Price Today: সোমবার দাম কম রয়েছে সোনার, আজ বাজারে কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2023 | 11:19 AM

কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই বাড়ল সোনার দাম (Gold Price Today)। বাজেটেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন, সোনার উপর আমদানি শুল্ক বৃদ্ধি করা হবে। ফলে দেশীয় বাজারে বাড়বে হলুদ ধাতুর দর। আর সোমবার বাজার খুলতেই ফের ঊর্ধ্বমুখী সোনার দর। আজ ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা। এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৮০ টাকা। সোনার দাম বাড়লেও এ দিন অপরিবর্তিত রয়েছে রুপোর দর (Silver Price Today)। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭১ হাজার ২০০ টাকা।

সোমবার সকাল ১১টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২৬৫

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,১২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,৬৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২৬,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৯৫২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,৪৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭৪,৪০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭১,২০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বাজেটের পরের দিনই ৫৮ হাজারের গণ্ডি পেরিয়েছিল হলুদ ধাতুর দর। তারপর আজ অনেকটাই কম রয়েছে সোনার। ফলে ক্রেতাদের মধ্যে রয়েছে কিছুটা স্বস্তি। রবিবারের আগে পরপর দু’দিন অনেকটা হারে দাম কমেছিল সোনার। তারপর আজ আবার সপ্তাহের প্রথম দিনেই দাম বেড়েছে সোনার।

সোমবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৮৭৬.৪১ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৪৬৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৫.৯০ টাকা। তবে আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৪১.২০ টাকা।