Gold Price Today : ক্রেতাদের মুখে চওড়া হাসি, এক লাফে অনেকটা দাম কমল সোনার, কলকাতায় কত হল দর?

Gold Price Today : এদিন এক লাফে অনেকটা দাম কমল সোনার। ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমেছে ৩৫০ টাকা। এদিন দাম কমল রুপোরও।

Gold Price Today : ক্রেতাদের মুখে চওড়া হাসি, এক লাফে অনেকটা দাম কমল সোনার, কলকাতায় কত হল দর?
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2022 | 4:03 PM

কলকাতা : পরপর তিনদিন অপরিবর্তিত থাকার পর গতকাল লাফিয়ে দাম বেড়েছিল সোনার। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৪০০ টাকা। তবে বুধবারেই দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ৩৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমল ৩৮০ টাকা। সোনার সঙ্গে তাল মিলিয়ে কমল রুপোর দামও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৩০০ টাকা।

বুধবার বেলা ৩ টে অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,০৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৬,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৯৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৫৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৯৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৯,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৮,৭০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

মঙ্গলবার লাফিয়ে দাম বেড়েছিল সোনার দাম। এদিন সেই দামে আবার পতনও দেখা গিয়েছে। বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩৫০ টাকা। ১ কেজি রুপোরও দাম কমেছে।

বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম সামান্য বাড়ল। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৮৮ মার্কিন ডলার। এদিন তা বেড়ে হয়েছে ১,৭৮৯.১০ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বুধবার দাম পড়ল টাইটান ও কল্যাণ জুয়েলারের শেয়ারের। টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৪৩১.৮৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৬৯ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৬০.১৫ টাকা।