Gold Price Today : এক মাসে সর্বোচ্চ হল সোনার দাম, কলকাতায় কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?

Gold Price Today : মঙ্গলবার লাফিয়ে বাড়ল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪০০ টাকা।

Gold Price Today : এক মাসে সর্বোচ্চ হল সোনার দাম, কলকাতায় কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2022 | 11:13 AM

কলকাতা : সপ্তাহের প্রথম দিনেই মুখভার থাকলেও মঙ্গলবারেই ফের বাড়ল সোনার দাম। গত সপ্তাহেও সোনার দামে এই ট্রেন্ড দেখা গিয়েছিল। সোমবার সোনার দামে কোনও ওঠা-নামা দেখা যায়নি। আর মঙ্গলবারই দাম বেড়েছিল হলুদ ধাতুর। এদিনও এক লাফে অনেকটা দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৪০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪৪০ টাকা। সোনার পাশপাশি দাম বেড়েছে রুপোরও। এক লাফে ১ হাজার ৬০০ টাকা দাম বেড়েছে ১ কেজি রুপোর।

 মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৯৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৩৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৯৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৯,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৩১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৮৪৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৩১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৩,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৯,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

পরপর তিনদিন দাম অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার লাফিয়ে দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪০০ টাকা। গত একমাসে এদিন সর্বোচ্চ হল সোনার দাম। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোর। ১ কেজি রুপোর দাম ১৬০০ টাকা বাড়ার পর এক মাসে সবচেয়ে দামি হল রুপোর গয়না।

বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম আরেকটু বাড়ল। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৭৩.০৬ মার্কিন ডলার। এদিন তা বেড়ে হয়েছে ১,৭৮৮ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৪৪৬.৭০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৭১.২০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম কমে রয়েছে ৫৭.৩০ টাকা।