Gold Price Today: সামনেই বিয়ের মরশুম, গহনা কিনতে যাওয়ার আগে আজকের সোনা-রুপোর দাম জেনে নিন
Gold-Silver Price: ১০ গ্রামের ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২০০ টাকা। ১০০ গ্রামের সোনার দাম বেড়েছে ২ হাজার টাকা বেড়েছে।
নয়া দিল্লি: সামনেই বিয়ের মরশুম। আর বিয়ে মানেই তো সোনার গহনা। কারণ গহনা ছাড়া বিয়ে কেমন যেন অসম্পূর্ণ লাগে। তবে বিয়ের মরশুমে সামান্য বাড়ল সোনার দাম। আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২০ টাকা বাড়ল। ৮ গ্রাম সোনার দাম বেড়েছে ১৬০ টাকা। অন্যদিকে, ১০ গ্রামের ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২০০ টাকা। ১০০ গ্রামের সোনার দাম বেড়েছে ২ হাজার টাকা বেড়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক শুক্রবার কলকাতায় সোনার দাম কত?
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : – ৫৬০৫ টাকা।
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৮৪০ টাকা।
২২ ক্য়রেট হলমার্ক সোনা (১০ গ্রাম)- ৫৬,০৫০ টাকা।
২২ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম)- ৫,৬০,৫০০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম-
২৪ ক্যারেট সোনা (১ গ্রাম)- ৬,১১৫ টাকা। ২৪ ক্যারেট সোনা (৮ গ্রাম)- ৪৮,৯২০ টাকা। ২৪ ক্যারেট সোনা (১০ গ্রাম)- ৬১,১৫০ টাকা। ২৪ ক্য়ারেট সোনা (১০০ গ্রাম)- ৬,১১,৫০০ টাকা।
রুপোর দাম-
সোনার দাম সামান্য বাড়লেও রুপোর দামে খুব বেশি পরিবর্তন হয়নি। মাত্র ২০ পয়সা দাম বেড়েছে।
১ গ্রাম রুপোর দাম – ৭৭ টাকা ৬০ পয়সা। ৮ গ্রাম রুপোর দাম- ৬২০ টাকা ৮০ পয়সা। ১০ গ্রাম রুপোর দাম- ৭৭৬ টাকা ১০০ গ্রাম রুপোর দাম- ৭ হাজার ৭৬০ টাকা। ১ কেজি রুপোর দাম- ৭৭ হাজার ৬০০ টাকা।
সোনা-রুপোর তুলনামূলক দাম :
নতুন বছরে প্রথমেই দাম কমছিল সোনার। বিয়ের মরসুমে দামের ওঠানামা হলেও, তাতে খুব বেশি পরিবর্তন হয়নি।