Child Passport: বিদেশ ভ্রমণের আগে সন্তানের পাসপোর্ট না থাকলে চিন্তা নয়, অনলাইনে এইভাবেই হবে সমস্যার সমাধান

Passport Making Procedure: বিদেশ সফরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি হল পাসপোর্ট। তাই কেউ পরিবার নিয়ে বিদেশে যেতে চান সেক্ষেত্রে পরিবারের সবথেকে খুদে সদস্যেরই পাসপোর্ট থাকা জরুরি। আর তার জন্য পাসপোর্ট অনলাইনেই করা যেতে পারে।

Child Passport: বিদেশ ভ্রমণের আগে সন্তানের পাসপোর্ট না থাকলে চিন্তা নয়, অনলাইনে এইভাবেই হবে সমস্যার সমাধান
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 9:54 AM

বিদেশ ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ নথি হল পাসপোর্ট। আর আপনি কি পরিবার নিয়ে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন? তবে পরিবারের সবথেকে ছোটো খুদে সদস্যের এখনও পাসপোর্ট করা হয়নি? তাহলে তার পাসপোর্ট তাড়াতাড়ি করিয়ে নেওয়া জরুরি। তবে এখন অনলাইনেই দ্রুত আপনার সন্তানের জন্য পাসপোর্ট করিয়ে নিতে পারেন।

আপনার সন্তানের পাসপোর্ট করাতে আপনাকে কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসেই অনলাইনে তার পাসপোর্ট পেয়ে যাবেন। এর জন্য মাত্র ৭ থেকে ১৫ দিন সময় লাগবে। তার মধ্যেই তৈরি হয়ে আপনার বাড়িতে চলে আসবে পাসপোর্ট। এর পর আপনি আপনার বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

অনলাইন কীভাবে শিশুর পাসপোর্ট করবেন?

কোনও সন্তানের পাসপোর্ট করার জন্য নথি ও পদ্ধতি সামান্য ভিন্ন। এক্ষেত্রে আপনার সন্তানের নথির জায়গায় আপনার নথিগুলি দিতে হয়।

এইভাবে আপনি কোনও শিশুর পাসপোর্ট করতে পারেন:

নাবালকের পাসপোর্ট করতে হলে আপনাকে পাসপোর্ট সেবা ওয়েবসাইটে যেতে হবে।

এরপর সেখানে দেওয়া ‘New User Registration’ ও ‘Existing User Login’ থেকে যেকোনো একটি অপশন বেছে নিন।

আপনার যদি রেজিস্ট্রেশন ইতিমধ্যেই হয়ে থাকে তবে ‘Existing User’-এ ক্লিক করুন। অন্যথায় ‘New User Registration’।

লগইন করার পর পাসপোর্টের জন্য আবেদন করতে ফর্মটিতে ক্লিক করুন।

ফর্মে প্রয়োজনীয় বিবরণ পূরণ করার পরে সেভ করুন এবং পরবর্তী ধাপে যান।

এখন পেমেন্ট পদ্ধতি নির্বাচন করে টাকা দিন।

এখন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিন এবং পাসপোর্ট সেবা কেন্দ্রে যান।

সেখানে নথিপত্র যাচাই করার পর আপনার পাসপোর্ট ৭ থেকে ১৫ দিনের মধ্যে বাড়িতে চলে আসবে।

প্রয়োজনীয় নথি:

ঠিকানা প্রমাণ সন্তান এবং পিতামাতার পরিচয়পত্র সন্তানের জন্ম শংসাপত্র