Gold Price Today : পরপর দু’দিন কমল সোনার দাম, আজ কতটা সস্তা হল হলুদ ধাতু জেনে নিন

Gold Price Today : পরপর দু'দিন দাম কমল সোনার। গত এক সপ্তাহে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। তবে এদিন সামান্য দাম বাড়ল রুপোর।

Gold Price Today : পরপর দু'দিন কমল সোনার দাম, আজ কতটা সস্তা হল হলুদ ধাতু জেনে নিন
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2022 | 1:49 PM

কলকাতা : সোনার দামে এবার হাঁফ ছেড়ে বাঁচবেন মধ্যবিত্তরা। পরপর দু’দিন দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ক্যারেট সোনার দাম কমল ২৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২৭০ টাকা। তবে সোনার দাম কমলেও এদিন বাড়ল রুপোলি ধাতুর দাম। এদিন এক কেজি রুপোর দাম বাড়ল ২০০ টাকা।

বুধবার বেলা ১ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭১৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৭২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,১৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭১,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,১৫২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৪৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৪,৪০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬০,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গত বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল সোনা ও রুপোর দাম। কিন্তু এবার কিছু স্বস্তি মিলল মধ্যবিত্তদের। পরপর দু’দিন কমল হলুদ ধাতুর দাম। গতকাল ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছিল ৯৬০ টাকা। এদিন তা কমল আরও ২৫০ টাকা। গত এক সপ্তাহে এদিন সর্বনিম্ন হল সোনার দাম। তবে এদিন সোনার দাম কমলেও বাড়ল রুপোর দাম। গতকাল এক কেজি রুপোর শেষ দাম ছিল ৫৯,৮০০ টাকা। এদিন তা কমল ২০০ টাকা।

এদিন বিশ্ব বাজারে আরও কমল সোনার দর। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮২৬.১৬ মার্কিন ডলার। এদিন তা আরও বেশ খানিকটা কমে হয়েছে ১,৮০৯.৩৩ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

এদিন বাড়ল টাইটান, কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,১১৩.৮০ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৫৮.৬৫ টাকা। আর আজ পিসি জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ২৩.৭৫ টাকা।