Gold Price Today: প্রোপোজ ডে-তে মনের কথা জানান সোনা দিয়ে, গ্যাঁটের কড়ি কত খসবে, জেনে নিন

Gold-Silver Rate in Kolkata: প্রিয়জনকে মনের গোপন কথাটি জানানোর দিন আজ। আপনারও যদি পছন্দের মানুষ থাকে এবং তাকে আপনার মনের কথা জানাতে চান, তবে সোনা বা রুপোর গহনা দিয়ে প্রোপোজ করতে পারবেন। প্রিয়জন পারবে না আপনাকে ফেরাতে। তবে সোনা কেনার জন্য আজ খরচ পড়বে একটু বেশি, কারণ বৃহস্পতিবারে সামান্য বাড়ল সোনার দাম।

Gold Price Today: প্রোপোজ ডে-তে মনের কথা জানান সোনা দিয়ে, গ্যাঁটের কড়ি কত খসবে, জেনে নিন
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Feb 08, 2024 | 8:46 AM

কলকাতা: শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহ। আজ ৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে। প্রিয়জনকে মনের গোপন কথাটি জানানোর দিন আজ। আপনারও যদি পছন্দের মানুষ থাকে এবং তাকে আপনার মনের কথা জানাতে চান, তবে সোনা বা রুপোর গহনা দিয়ে প্রোপোজ করতে পারবেন। প্রিয়জন পারবে না আপনাকে ফেরাতে। তবে সোনা কেনার জন্য আজ খরচ পড়বে একটু বেশি, কারণ বৃহস্পতিবারে সামান্য বাড়ল সোনার দাম (Gold Price)। তবে দাম কমে গিয়েছে রুপোর দাম (Silver Price)। আজকের সোনা-রুপোর দর কত রয়েছে জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

বুধবার সোনার দাম কমলেও, আজ সামান্য বেড়েছে সোনার দর। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮ হাজার ১০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম বেড়েছে ১০০ টাকা। আজ ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮০ হাজার ১০০ টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও বেড়েছে আজ। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ২৪০ টাকা।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩২ হাজার ৪০০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে সামান্য। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ৪৬০ টাকা।

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ৬০০ টাকা।

রুপোর দাম-

সোনার দাম সামান্য বাড়লেও, কমেছে রুপোর দাম। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৩৫০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৩ হাজার ৫০০ টাকা।