Gold Price Today: চৈত্রের হাওয়া লাগছে না সোনায়, সেলেও ছ্যাঁকা দিচ্ছে দাম, রইল সস্তার বিকল্পের খোঁজ
Gold-Silver Rate in Kolkata: পয়লা বৈশাখের আগেই চড়চড়িয়ে বাড়তে শুরু করল সোনার দাম। বিগত দুই দিনে সোনার দাম সামান্য কমলেও, আজ বৃহস্পতিবারে এক লাফে বেশ অনেকটা বাড়ল সোনার দাম। তবে সেদিক থেকে স্বস্তি দিচ্ছে রুপো। সোনার দাম বাড়লেও, দর কমেছে রুপোর।
কলকাতা: মাসের শেষে ফের গরম সোনার বাজার। পয়লা বৈশাখের আগেই চড়চড়িয়ে বাড়তে শুরু করল সোনার দাম। বিগত দুই দিনে সোনার দাম সামান্য কমলেও, আজ বৃহস্পতিবারে এক লাফে বেশ অনেকটা বাড়ল সোনার দাম। তবে সেদিক থেকে স্বস্তি দিচ্ছে রুপো। সোনার দাম বাড়লেও, দর কমেছে রুপোর। আপনার যদি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের সোনা-রুপোর দর জেনে নিন-
২২ ক্যারেট সোনার দাম-
আজ, ২৮ মার্চ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬১৩৬ টাকা। ২২ ক্য়ারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬১ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ১৩ হাজার ৬০০ টাকা। একদিনে সোনার দাম বেড়েছে ১০০ টাকা।
২৪ ক্যারেটের সোনার দাম-
আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৬৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ৯৪০ টাকা।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ হাজার ২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫০ হাজার ২০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ২ হাজার টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।
রুপোর দাম-
সোনার দাম বাড়লেও, দাম কমেছে রুপোর। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৭১০ টাকা। ১ কেজি রুপোর দাম ৭৭ হাজার ১০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে রুপোর দাম।