Gold Price Today: ফের গতি এল সোনার দামে, দেখুন কত বাড়ল ১০ গ্রাম সোনার দাম

Gold Price Today: মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে আজ ডিসেম্বর মাসের সোনার দাম ০.১১ শতাংশ বেড়েছে। অন্যদিকে রুপোর দাম কমেছে ০.৫০ শতাংশ। এদিন ডিসেম্বর মাসের সোনার প্রতি ১০ গ্রাম ৪৯,৩৫০ টাকা অন্যদিকে রুপোর দাম প্রতি কেজি ৬৬,৮৯৫ টাকা।

Gold Price Today: ফের গতি এল সোনার দামে, দেখুন কত বাড়ল ১০ গ্রাম সোনার দাম
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 2:36 PM

কলকাতা: উৎসবের মরশুমে সোনা-রুপোর দাম দ্রুত গতিতে ওঠানামা করছে। এই অবস্থায় যদি আপনি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এটাই সঠিক সময়। বিশেষজ্ঞদের মতে দিপাবলীতে জমিয়ে সোনা বিক্রি হয়েছে। উৎসবের মরশুম শেষ হওয়ার পর এখন বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় চাহিদা বৃদ্ধির ফলে সোনা রুপোর দাম বাড়ছে। সোনা আরও একবার ধীরে ধীরে প্রতি ১০ গ্রামের দাম ৫০,০০০ টাকার দিকে এগোচ্ছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে আজ ডিসেম্বর মাসের সোনার দাম ০.১১ শতাংশ বেড়েছে। অন্যদিকে রুপোর দাম কমেছে ০.৫০ শতাংশ। এদিন ডিসেম্বর মাসের সোনার প্রতি ১০ গ্রাম ৪৯,৩৫০ টাকা অন্যদিকে রুপোর দাম প্রতি কেজি ৬৬,৮৯৫ টাকা।

কলকাতার সোনা-রুপোর দর

এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৮৪৫ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৩৮,৭৬০ টাকা। পাশাপাশি ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম রয়েছে যথাক্রমে ৪৮,৪৫০ টাকা এবং ৪,৮৪,৫০০ টাকা। অন্যদিকে শহরে আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫,১১৫ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪০,৯২০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম আজ যথাক্রমে ৫১,১৫০ টাকা এবং ৫,১১,৫০০ টাকা।

শেয়ার বাজারে সোনা-রুপোর দর

এদিন এমসিএক্সে ডিসেম্বর মাসের সোনার দাম ৪৯,৩৪৮.০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন রয়েছে প্রতি কেজি ৬৬,৮৫৯ টাকা।

জুয়েলারি শেয়ার হালহকিকত

সোনা-রুপোর জুয়েলারি কোম্পানির শেয়ারের দাম আজ অনেকটাই বেড়েছে। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম -০.০১ শতাংশ বেড়ে হয়েছে ২,৫৩৯.৩৫ টাকা। অন্যদিকে রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম ৫.৭৪ শতাংশ বেড়ে হয়েছে ৭০৭.৩৫ টাকা। বৈভব গ্লোবালের শেয়ারের দাম ৫.৭৬ শতাংশ বেড়ে হয়েছে ৫৬৭.০০ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম ০.১৩ শতাংশ বেড়ে হয়েছে ৭৫.৯০ টাকা। এছাড়াও গোল্ড ইন্টারের শেয়ারের দাম ২.২৬ শতাংশ বেড়ে হয়েছে ৯২৬.৭৫ টাকা।

বিশ্বে সোনা-রুপোর বাজার

বিশ্ব বাজারে আজ সোনার দাম বেড়েছে। এদিন বিশ্ব বাজারে সোনার দাম ০.৩৪ শতাংশ অর্থাৎ ৬.৬৩ ডলার বেড়ে হয়েছে প্রতি আউন্স ১,৮৬৮.২১ ডলার। অন্যদিকে রুপোর দাম +০.৪৭ শতাংশ অর্থাৎ ০.১২ সেন্ট বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ২৫.১৭ ডলার।

সোনার মিউচুয়াল ফান্ড

এদিনও মিউচুয়াল ফান্ডের দাম বাড়তে দেখা গিয়েছে।। মঙ্গলবার অ্যক্সিস গোল্ড ইটিএফ- এর দাম ০.৩৫ শতাংশ বেড়ে হয়েছে ৪২.৬৩ টাকা। বিড়লা গোল্ড ইটিএফ-এর দাম এদিন ছিল ৪,৫০০.০০ টাকা। গোল্ড বিইএএস (Gold BeES) দাম ০.০৭ শতাংশ বেড়ে হয়েছে ৪২.৬৮ টাকা। এছাড়াও এইচডিএফসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফ এর দাম যথাক্রমে ০.০২ শতাংশ এবং ০.৩২ শতাংশ বেড়ে হয়েছে ৪৩.৬৮ টাকা ও ৪৩.৮২ টাকা।

আরও পড়ুন: Petrol Price Today: বিশ্ববাজারে ক্রমশ বাড়ছে অপরিশোধিত তেলের দাম, ভারতেও কি বাড়ল? জানুন আজকের দর