Petrol Price Today: বিশ্ববাজারে ক্রমশ বাড়ছে অপরিশোধিত তেলের দাম, ভারতেও কি বাড়ল? জানুন আজকের দর
Petrol Price Today: ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে ৮২.৭৩ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে, অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ৮১ ডলার প্রতি ব্যারেল ছাড়িয়েছে। অপরিশোধিত তেলের দাম বাড়া সত্ত্বেও মঙ্গলবার সরকারি তেল কোম্পানি আইওসিএল, এইচপিসিএল এবং বিপিসিএল পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিতই রেখেছে।
কলকাতা: আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে ৮২.৭৩ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে, অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ৮১ ডলার প্রতি ব্যারেল ছাড়িয়েছে। অপরিশোধিত তেলের দাম বাড়া সত্ত্বেও মঙ্গলবার সরকারি তেল কোম্পানি আইওসিএল, এইচপিসিএল এবং বিপিসিএল পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিতই রেখেছে।
কলকাতায় আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৭৯ টাকা। দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৩.৯৭ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৯.৯৮ টাকা এবং ডিজেলের দাম ৯৪.১৪ টাকা প্রতি লিটার। চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০১.৪০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৭৯ টাকা।
অন্যদিকে পঞ্জাব রাজ্য সরকার আগামী ইলেকশনের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়ে জ্বালানি তেলের উপর ভ্যাট কম করেছে। রাজ্য সরকারের তরফে ভ্যাট কম করার পর পঞ্জাব এই মুহূর্তে সবচেয়ে বেশি ভ্যাট কমানো রাজ্য হয়ে গিয়েছে। পঞ্জাবে পেট্রোলের দাম সবচেয়ে বেশি ১৬.০২ টাকা প্রতি লিটার কম করা হয়েছে। দেশের অন্যান্য বড় শহরগুলির মধ্যে ভোপালে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৭.২৩ টাকা এবং ডিজেলের দাম ৯০.৮৭ টাকা প্রতি লিটার। হায়দরাবাদে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৮.২০ টাকা এবং ডিজেলের দাম ৯৪.৬২ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০.৫৮ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৫.০১ টাকা। লখনউতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৫.২৮ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৮৬.৮০ টাকা।
ঘরোয়া তেল কোম্পানিগুলি পেট্রোল আর ডিজেল কেনার উপর ডেবিট কার্ড ধারকদের দেওয়া ০.৭৫ শতাংশ ক্যাশব্যাক বন্ধ করে দিয়েছে। গ্রাহকদের এই ক্যাশব্যাক অফার বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। বেশকিছু কোম্পানি পেট্রোল ডিজেলের ক্রমবর্দ্ধমান দাম দেখে গ্রাহকদের স্বস্তি দিতে এই ক্যাশব্যক পরিকল্পনা তৈরি করেছিল।
আরও পড়ুন: Nails: আপনার নখই বলে দিতে পারে আপনি ক্যান্সারে আক্রান্ত কিনা!