Gold Price: বাজেটের পরদিন দাম কমল প্ল্যাটিনামের! বদল নেই সোনা-রুপোয়
Gold Price today in Kolkata: সকল অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হল উপহার। প্রিয়জনকে অনেকেই সোনা উপহার দিতে চান। কেউ বা ভরসা রাখেন প্ল্যাটিনামের উপর। আর যাদের বাজেট একটু কম, তারা বেছে নেন রুপো। আজ, শুক্রবার (২ ফেব্রুয়ারি), কলকাতায় এই তিন দামী ধাতুর কোনটার কী দাম রয়েছে। বাজেটে কি কোনও বদল ঘটল সোনা-রুপো-প্ল্যাটিনামের দামে? আসুন দেখে নেওয়া যাক -
কলকাতা: বৃহস্পতিবারই (১ ফেব্রুয়ারি) পেশ করা হয়েছে ২০২৪ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট। একই সঙ্গে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস। এই মাসে একদিকে যেমন রয়েছে ভ্যালেন্টাইন্স ডে, তেমনই রয়েছে সরস্বতী পুজোও। আবার এই মাসে অনেকের বিয়েও হচ্ছে। অনেকের এই মাসে বিবাহ বার্ষিকিও থাকে। আর এই সকল অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হল উপহার। প্রিয়জনকে অনেকেই সোনা উপহার দিতে চান। কেউ বা ভরসা রাখেন প্ল্যাটিনামের উপর। আর যাদের বাজেট একটু কম, তারা বেছে নেন রুপো। আজ, শুক্রবার (২ ফেব্রুয়ারি), কলকাতায় এই তিন দামী ধাতুর কোনটার কী দাম রয়েছে। বাজেটে কি কোনও বদল ঘটল সোনা-রুপো-প্ল্যাটিনামের দামে? আসুন দেখে নেওয়া যাক –
২২ ক্যারেটের সোনার দাম-
বাজেটের দিন সামান্য বেড়েছিল সোনার দাম। এদিন সোনার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৫,৮১৫ টাকা।
২৪ ক্য়ারেটের সোনার দাম-
অপরিবর্তিত রয়েছে ২৪ ক্যারেটের সোনার দামও। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ ৬,৩৪৪ টাকা।
১৮ ক্যারেটের সোনার দাম-
দাম বাড়েনি ১৮ ক্যারেটের সোনারও। এদিন ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনা কিনতে গেলে খরচ হবে ৪,৭৫৮ টাকা।
রুপোর দাম-
বাজেটের দিন কিছুটা দাম কমেছিল রুপোর। সোনার মতোই রুপোর দামেও কোনও পরিবর্তন নেই। ১ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৬.৩ টাকা।
প্ল্যাটিনামের দাম-
সোনা ও রুপোর দাম অপরিবর্তিত থাকলেও, অন্তবর্তীকালীন বাজেটের পরের দিন, অনেকটা দাম কমেছে প্ল্যাটিনামের। বৃহস্পতিবার, কলকাতায় ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২,৪৬৩ টাকা। এদিন, তা ২৮ টাকা কমে হয়েছে ২,৪৩৫ টাকা।