Gold Silver Price Today: নামতে নামতে কোথায়! জানুন গত এক সপ্তাহের সোনা-রুপোর গতিপ্রকৃতি
ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী গত সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দরে প্রতি ১০ গ্রামে মোট ৭৪৯ টাকা কম হতে দেখা গিয়েছিল। অন্যদিকে রুপোর দরেও প্রতি কেজি ১৭৪৫ টাকা কম হয়েছিল।
কলকাতা: গত এক সপ্তাহ ধরে অত্যাধিক মাত্রায় সোনা-রুপোর দাম কমতে দেখা গিয়েছিল। বিশ্বজুড়ে ভ্যাকসিনেশনের প্রক্রিয়ায় গতি আসায় এবং অর্থনৈতিক উন্নতির সম্ভবনা বৃদ্ধি পাওয়ায় ডলারের দাম কমে যাওয়ায় সুরক্ষিত সম্পদ হিসেবে গণ্য হওয়া সোনার চাহিদা কম হয়েছে। ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী গত সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দরে প্রতি ১০ গ্রামে মোট ৭৪৯ টাকা কম হতে দেখা গিয়েছিল। অন্যদিকে রুপোর দরেও প্রতি কেজি ১৭৪৫ টাকা কম হয়েছিল।
কলকাতার সোনা-রুপোর দর
রবিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম অপরিবর্তিতই রয়েছে। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫৬৫ টাকা।সেখানে ৮ গ্রাম, ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৩৬৫২০ টাকা, ৪৫৬৫০ টাকা এবং ৪,৫৬,৫০০ টাকা। অন্যদিকে কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি এক গ্রাম ৪,৮৩৫ টাকা।সেখানে ৮ গ্রাম, ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৩৮,৬৮০ টাকা, ৪৮,৩৫০ টাকা এবং ৪,৮৩,৫০০ টাকা।
শেয়ার বাজারে সোনা-রুপোর দর
শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ অক্টোবর মাসের সোনার দাম .১৬ শতাংশ অর্থাৎ ৭৬ টাকা কম হয়েছে। এদিন অক্টোবর মাসের প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে ৪৬,০০০ টাকায়। সেখানে ডিসেম্বর মাসের রুপোর দাম ১.৭৬ শতাংশ অর্থাৎ ১,০৭৭ টাকা কম হয়ে ৬০,০০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।
সোনার মিউচুয়াল ফান্ড
গত এক সপ্তাহ ধরে সোনার দাম কম হওয়ার প্রভাব সোনার মিউচুয়াল ফান্ডের উপরও পড়তে দেখা গিয়েছে। সপ্তাহের শেষদিন অ্যাক্সিস গোল্ড ইটিএফের দাম -০.৯৪ শতাংশ কমে দাঁড়ায় ৪০.২৬ টাকা। অন্যদিকে বিড়লা গোল্ড ইটিএফের দাম -০.৮৭ শতাংশ কমে হয় ৪,২৩০ টাকা। গোল্ড বিইইএস এর দাম -০.৮৪ শতাংশ কমে দাঁড়ায় ৪০.২০ টাকা। এছাড়াও এইচডিএইসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফের দাম যথাক্রমে -০.৮২ শতাংশ ও -০.৬৩ শতাংশ কম হয়ে হয় ৪১.৩০ টাকা এবং ৪১.২৫ টাকা।
গত এক সপ্তাহে কেমন ছিল সোনার দামের গতিপ্রকৃতি
গত ১৩ সেপ্টেম্বর সোমবার মাল্টি কমোডিটি একচেঞ্জে সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৪৭,০৫৯ টাকা। সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার সোনার দাম প্রতি দশ গ্রামে ৪২ টাকা কমে যায়। মঙ্গলবার সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৪৭,০১৭ টাকা। বুধবার ১৫ সেপ্টেম্বর সোনার দাম ২৩৮ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামের দাম হয় ৪৭,০১৭ টাকা। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সোনার অনেকটাই নেমে যায়। এদিন সোনার দাম ৫৯৮ টাকা দমে প্রতি ১০ গ্রামের দাম হয় ৪৬৬৫৭ টাকা। সপ্তাহের শেষদিন ১৭ সেপ্টেম্বর ৩৪৭ টাকা কমে প্রতি ১০ গ্রাম ৪৬,৩১০ টাকা দরে কেনাবেচা হয়। এভাবেই গত ৫দিনের কমোডিটি বাজারের ব্যবসায়িক মরশুমে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৪৯ টাকা কমে যায়।
রপোর দামও কমেছে গত সপ্তাহে
সোনার পাশাপাশি মাল্টি কমোডিটির বাজারে রপোর দামও অনেকটাই কমে গিয়েছিল। গত সপ্তাহের প্রথম দিন ১৩ সেপ্টেম্বর সোমবার প্রতি কেজি রুপোর দাম ছিল ৬২,৮৭৬ টাকা। সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার ৭০ টাকা কমে প্রতি কেজি রুপোর দাম হয় ৬২,৮০৬ টাকা। বুধবার ১৫ সেপ্টেম্বর রুপোর দাম সামান্য ২৭৫ টাকা বেড়ে প্রতি কেজির দাম হয় ৬৩,০৮১ টাকা। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রুপোর দাম ৮২৩ টাকা কমে যায়। যার ফলে প্রতি কেজি রুপো ৬১,১৩১ টাকায় কেনাবেচা হয়। সপ্তাহের শেষদিন রুপোর দাম ১১২৭ টাকা কমে গিয়ে প্রতি কেজি ৬০,০০৪ টাকায় কেনাবেচা হয়।