Petrol Diesel Price Today: লাগাতার ১৪ দিন অপরিবর্তিত তরল সোনা
লখনউতে অনুষ্ঠিত হওয়া জিএসটি কাউন্সিলের ৪৫তম বৈঠকে কেরল হাইকোর্টের নির্দেশের কারণেই জ্বালানি তেলের বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। ওই বৈঠকে অধিকাংশ রাজ্যই পেট্রোল ডিজেলকে জিএসটি-র আওতায় আনার ব্যাপারে আপত্তি জানিয়েছিল।
কলকাতা: গত বেশকিছুদিন ধরেই দেশীয় জ্বালানি তেলের কোম্পানিগুলি পেট্টোল ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি। আজ রবিবার IOCL পেট্রোল ডিজেলের নতুন দাম প্রকাশ করেছে। এই নিয়ে লাগাতার ১৪ দিন ধরে পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিতই রইল। শেষবার তেল কোম্পানিগুলি ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার পেট্রোল ডিজেলের দাম ১৫ পয়সা কমিয়েছিল। তারপর থেকেই এই দাম অপরিবর্তিতই রয়েছে। আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.৭২ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিজেল বিক্রি হচ্ছে ৯১.৮৪ টাকা দরে।
IOCL-এর ওয়েবসাইটের মোতাবেক আজ রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০১.১৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৮.৬২ টাকা। তবে গত কিছুদিন ধরেই আশা করা হচ্ছিল জ্বালানি তেলের দাম কম হতে পারে। আজ মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৭.৩৯ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৬.৩৩ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আজ বেঙ্গালুরুতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৮৪ টাকা এবং ডিজেলের দাম ৯৪.১৯ টাকা প্রতি লিটার। চেন্নাইতে এই দাম পেট্রোল ৯৯.০৮ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৩.৩৮ টাকা প্রতি লিটার। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যেও পেট্রোলের দাম সেঞ্চুরির ঘরেই রয়েছে। পাটনা, রাঁচিতে যেখানে পেট্রোলের দাম যথাক্রমে ১০৩.৮৯ টাকা এবং ৯৬.৩১ টাকা প্রতি লিটার, সেখানে এই দুই শহরে ডিজেলের দাম যথাক্রমে ৯৪.৬৫ টাকা এবং ৯৩.৭১ টাকা প্রতি লিটার।
নয়ডায় আজ পেট্রোলে দাম ৯৮.৬৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৯.৩৪ টাকা প্রতি লিটার। চণ্ডীগঢ়ে পেট্রোলের দাম ৯৭.৫৩ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৮.৪৮ টাকা প্রতি লিটার। আহমেদাবাদে পেট্রোলের দাম ৯৮.১৭টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৫.৬৩ টাকা প্রতি লিটার। ভোপালে পেট্রোলের দাম ১০৯.৭৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৭.৫৭ টাকা প্রতি লিটার।
GST-তে শামিল করা হবে না পেট্রোল-ডিজেল
গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (Goods And Service Tax) কাউন্সিল শুক্রবার হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেট্রোল ডিজেলকে জিএসটি অধীনে আনার গুজবকে খারিজ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, পেট্রোল আর ডিজেলকে জিএসটির অধীনে আনার ব্যাপারে ভাবনা চিন্তা করার এখন সঠিক সময় নয়। এর জন্য রেভেনিউর সঙ্গে যুক্ত বেশকিছু বিষয়ের উপর ভাবনা চিন্তা করতে হবে। বৈঠক চলাকালীন এই বিষয়ে আলোচিত হয়নি। প্রসঙ্গত লখনউতে অনুষ্ঠিত হওয়া জিএসটি কাউন্সিলের ৪৫তম বৈঠকে কেরল হাইকোর্টের নির্দেশের কারণেই জ্বালানি তেলের বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। ওই বৈঠকে অধিকাংশ রাজ্যই পেট্রোল ডিজেলকে জিএসটি-র আওতায় আনার ব্যাপারে আপত্তি জানিয়েছিল। যে কারণে জিএসটি কাউন্সিল মনে করছে পেট্রোল ডিজেল এখনই জিএসটি-র আওতায় আসতে পারে না।