Wheat Supply: বাজারে গমের দাম নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ কেন্দ্রের
ওপেন মার্কেন সেল স্কিম (OMSS)-এর অধীনে এই পদক্ষেপ করা হবে। শুক্রবার এ কথা জানিয়েছেন ফুড সেক্রেটারি সঞ্জীব চোপড়া। ঘরোয়া বাজারে গমের সরবরাহ বজায় রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ করার কথা জানিয়েছেন তিনি।
নয়াদিল্লি: ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার গুদাম থেকে ২৫ লক্ষ টন গম বাজারে সরবরাহ করবে কেন্দ্রীয় সরকার। ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই এই গম গুদাম থেকে সরবরাহ করা হবে। ওপেন মার্কেন সেল স্কিম (OMSS)-এর অধীনে এই পদক্ষেপ করা হবে। শুক্রবার এ কথা জানিয়েছেন ফুড সেক্রেটারি সঞ্জীব চোপড়া। ঘরোয়া বাজারে গমের সরবরাহ বজায় রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ করার কথা জানিয়েছেন তিনি। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের একটি নোডাল এজেন্সি, যারা বিভিন্ন ধরনের খাদ্যশস্য মজুত এবং সরবরাহ করে থাকে। এ বছর মে মাসেই ধাপে ধাপে গম বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই কার্যকর করার ঘোষণা হল।
এই ঘোষণা সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে ফুড সেক্রেটারি জানিয়েছেন, এখনও পর্যন্ত সাপ্তাহিক ই-নিলামের মাধ্যমে ৪৪ লক্ষ ৬০ হাজার টন বিক্রি করা হয়েছে এফসিআই থেকে। এর পরই তিনি বলেছেন, “ওএমএসএস স্কিমের অধীনে ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অতিরিক্ত ২৫ লক্ষ টন গম ছাড়া হবে বাজারে। ঘরোয়া বাজারে গমের চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখতে এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ করা হবে।” একে বারে এই সরবরাহ করা হবে না বলেও জানিয়েছেন ফুড সেক্রেটারি। তিনি জানিয়েছেন, প্রতি সপ্তাহে ই-নিলামের মাধ্যমে এই গম বাজারে ছাড়া হবে।
এর পাশাপাশি এনএএফইড, এনসিসিএফ এবং কেন্দ্রীয় ভাণ্ডারের মতো সমবায় সংস্থা গুলিতে এফসিআই গম সরবরাহ করবে বলে জানিয়েছেন ফুড সেক্রেটারি। ‘ভারত আটা’ ব্রান্ডের অধীনে আটা বিক্রির জন্য এই সরবরাহ করা হবে। ভর্তুকি যুক্ত এই আটার দাম খুচরো বাজারে বিক্রি হওয়া আটার থেকে সস্তায় পাওয়া যাবে বলেও জানা গিয়েছে।