AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway Ticket Rule: বিনা টিকিটে ট্রেনে উঠেছেন? এই নিয়ম জানলে পড়তে হবে না শাস্তির মুখে

Indian Railways: যদি বিনা টিকিটে ট্রেনে উঠে পড়েন, তবে ট্রেনের ভিতর থেকেই আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। এরজন্য প্রথমেই টিকিট পরীক্ষক বা টিটিই-র সঙ্গে যোগাযোগ করুন এবং পরিস্থিতির কথা জানান। টিটিই-র কাছেও একটি মেশিন থাকে, যেখান থেকে টিকিট ইস্য়ু করা যায়।

Railway Ticket Rule: বিনা টিকিটে ট্রেনে উঠেছেন? এই নিয়ম জানলে পড়তে হবে না শাস্তির মুখে
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 7:51 AM
Share

নয়া দিল্লি: বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। প্রতিদিন আড়াই কোটি যাত্রী লোকাল ও দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন। ট্রেনে সফরের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে টিকিট কাটতেই হয়। তবে তাড়াহুড়োয় বা অন্য কোনও কারণে যদি টিকিট না কেটেই ট্রেনে ওঠেন, তবে ধরা পড়লে মোটা টাকার জরিমানা দিতে হয়। এমনকী জেলেও যেতে হতে পারে। তবে আপনি যদি রেলের এই নিয়ম মানেন, তবে কোনও জরিমানা বা শাস্তিই পেতে হবে না আপনাকে।

সম্প্রতিই ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর তরফে ভারতীয় রেলওয়ের বিশেষ কিছু নিয়ম এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। ট্রেনে ভ্রমণের সময় এই নিয়মগুলি মানলে,  বিনা টিকিটে যাত্রা করলেও কোনও সমস্য়ায় পড়তে হবে নাষ

বিনা টিকিটে ট্রেনে উঠলে কী করবেন?

যদি বিনা টিকিটে ট্রেনে উঠে পড়েন, তবে ট্রেনের ভিতর থেকেই আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। এরজন্য প্রথমেই টিকিট পরীক্ষক বা টিটিই-র সঙ্গে যোগাযোগ করুন এবং পরিস্থিতির কথা জানান। টিটিই-র কাছেও একটি মেশিন থাকে, যেখান থেকে টিকিট ইস্য়ু করা যায়। তবে এক্ষেত্রে আপনাকে টিকিটের মূল্যের সঙ্গে অতিরিক্ত ২৫০ টাকা জরিমানা বাবদ দিতে হবে।

টিটিই-র কাছে থাকা এই মেশিনের সঙ্গে রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের সার্ভারের যুক্ত থাকে। প্যাসেঞ্জার যখনই টিকিট কাটেন, তখনই রেলের সার্ভারে তা বৈধ টিকিট হিসাবে ইস্যু হয়ে যায়। কোন সিট ফাঁকা রয়েছে, তাও দেখা যায় এই মেশিনে।

যদি কোনও যাত্রীর নাম ওয়েটিং লিস্টে থাকে, তবে তিনি টিটিই-র কাছে গিয়ে সেই টিকিট দেখিয়ে কনফার্ম করে নিতে পারেন।

এছাড়া আপনি ফোনে ইউটিএস অ্যাপ ডাউনলোড করে, সেখান থেকেও টিকিট কাটতে পারেন। তবে কেবল লোকাল ট্রেনের জন্যই এই টিকিট কাটা যাবে।