IT Return Deadline: ৩১ জুলাইয়ের মধ্যেই দিতে হবে আয়কর, সময়সীমা নিয়ে এবার কঠোর কেন্দ্র

IT Return Deadline: আয়কর জমা দেওয়ার মেয়াদ আর না বাড়ানো নিয়ে বদ্ধপরিকর কেন্দ্র। কেন্দ্রীয় রাজস্ব সচিব তরুণ বাজাজ জানান, আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই বকেয়া আয়কর রিটার্ন জমা পড়ে যাবে বলে আশাবাদী সরকার। সেই কারণেই এবার আর আয়কর জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হচ্ছে না।

IT Return Deadline: ৩১ জুলাইয়ের মধ্যেই দিতে হবে আয়কর, সময়সীমা নিয়ে এবার কঠোর কেন্দ্র
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2022 | 12:35 PM

নয়া দিল্লি: একটি নির্দিষ্ট সীমার বেশি আয় করলেই বাধ্যতামূলক আয়কর দেওয়া। প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হয়, তারমধ্যেই জমা দিতে হয় আয়কর। যদি কেউ ওই নির্ধারিত সময়ের মধ্যে আয়কর জমা না দেন, তবে অতিরিক্ত জরিমানা লাগু করা হয়। এবারও আয়কর জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে ৩১ জুলাই। কেন্দ্রের সূত্রে খবর, আগে বেশ কয়েকবার আয়কর জমা দেওয়ার সময়সীমার মেয়াদ বাড়ানো হলেও, এবার আর তা করা হবে না। ৩১ জুলাইয়ের মধ্যেই জমা দিতে হবে আয়কর।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আয়কর জমা দেওয়ার মেয়াদ আর না বাড়ানো নিয়ে বদ্ধপরিকর কেন্দ্র। কেন্দ্রীয় রাজস্ব সচিব তরুণ বাজাজ জানান, আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই বকেয়া আয়কর রিটার্ন জমা পড়ে যাবে বলে আশাবাদী সরকার। সেই কারণেই এবার আর আয়কর জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হচ্ছে না। ২০২১-২২ অর্থবর্ষে ২০ জুলাইয়ের মধ্যে ২.৩ কোটি টাকারও বেশি আয়কর জমা পড়েছে। আগামী কয়ে কয়েকদিনে এই অর্থের পরিমাণ আরও বাড়বে।

মেয়াদ না বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, “আয়করদাতাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে তারা মনে করেন রিটার্নের মেয়াদ তো বাড়ানো হবেই, সেই কারণে তারা আয়কর জমা দেওয়া নিয়ে গড়িমসি করেন। তবে বর্তমানে আমরা প্রতিদিনই ১৫ থেকে ১৮ লাখ আয়কর জমা পড়েছে। আগামী কয়েকদিনে তা বেড়ে ২৫ থেকে ৩০ লাখে পৌঁছবে।”

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই আয়কর জমা দেওয়ার শেষ তারিখ হলেও, গত অর্থবর্ষের আয়কর আগামী ৩১ ডিসেম্বর অবধি জমা দেওয়া যাবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর জমা না দিলে ১০ হাজার টাকা অবধি জরিমানা দিতে হয়।