FASTag Balance Check: FASTag-এর ব্যালান্স জানতে চান? একটা মিসড কল দিলেই হবে
Fastag Balance Check: শুধুমাত্র ব্যালান্স দেখাই নয়, ঘরে বসে অনলাইনে FASTag-এর রিচার্জও করতে পারবেন আপনি।
নয়া দিল্লি: টোল ব্যবস্থাকে আরও সহজ করার জন্য FASTag চালু করেছিল কেন্দ্রীয় সরকার। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই FASTag থেকে কখন, কত টাকা কেটে যাচ্ছে, তা বোঝা কঠিন। তবে এমন ব্যবস্থাও রয়েছে, যাতে ঘরে বসে মিনিট দুয়েকের মধ্যেই জেনে নেওয়া যায় FASTag-এর ব্যালান্স। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া এই FASTag-এর মাধ্যমেই টোল সংগ্রহ করে থাকে। এই FASTag-এ ন্যুনতম ১০০ টাকা রিচার্জ করতে হয়, আর সর্বোচ্চ রিচার্জের পরিমান নির্ভর করে, কোন গাড়ি তার ওপর।
কোন কোন পদ্ধতিতে চেক করতে পারবেন?
1. যে ব্যাঙ্কে আপনার FASTag আইডি তৈরি হয়েছে, সেই ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে ব্যালান্স চেক করা যেতে পারে। লগ ইন করার পর FASTag ব্যালান্স দেখার অপশনে ক্লিক করতে হবে। তাতেই দেখতে পাবেন কত টাকা আছে।
2. গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে My FASTag অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানেও সমস্ত তথ্য পাওয়া যাবে।
3. মিসড কল অ্যালার্টের মাধ্যমেও FASTag-এর ব্যালান্স জানা সম্ভব। আপনার যে নম্বরটি FASTag-এ নথিভুক্ত আছে, সেই নম্বরে মিসড কল করতে হবে। এরপরই আপনার ফোনে একটি নোটিফিকেশন আসবে, যাতে আপনার FASTag ব্যালান্স উল্লেখ করা থাকবে।
শুধুমাত্র ব্যালান্স দেখাই নয়, ঘরে বসে অনলাইনে FASTag-এর রিচার্জও করতে পারবেন আপনি। ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা Paytm, ZeePay বা PhonePe-র মতো পেমেন্ট অ্যাপের মাধ্য়মে রিচার্জ করতে পারবেন।