SBI on Banking Fraud: কী ভাবে ব্যাঙ্ক প্রতারণা থেকে বাঁচবেন? পথ দেখাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
State bank Of India: ডিজিটাল লেনদেন গ্রাহক বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতারণার ফাঁদেও পড়ছেন প্রচুর মানুষ। অনেক সময়ই লেনদেনের পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে।
কলকাতা: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে টাকা লেনদেনও অনেকটাই ডিজিটাল (Digital Transactions) কেন্দ্রিক হয়ে উঠেছে। অনেকেই এখন টাকা লেনদেনের জন্য মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো পরিষেবা ব্যবহার করে থাকেন। এই পদ্ধতিগুলি ব্যবহার করলে সহজেই টাকা লেনদেন করা যায়, তাই এই ধরনের লেনদেন গ্রাহক সংখ্যা ক্রমেই বাড়ছে। ডিজিটাল লেনদেন গ্রাহক বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতারণার ফাঁদেও পড়ছেন প্রচুর মানুষ। অনেক সময়ই লেনদেনের পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। অনেকেই এই ধরনের সমস্যার মুখোমুখি হন, পুলিশে জানিয়েও সুরাহা মেলে না। তাই এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে সতর্কতাই সেরা পদক্ষেপ। কীভাবে প্রতারণা থেকে বাঁচবেন, উপায় বাতলে দিল দেশের সেরা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank Of India)। জেনে নিন বিস্তারিত…
লগ ইন সিকিউরিটি
- ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক সময়ই লগ ইন করতে হয়, এই পদ্ধতি গুলি মেনে লগ ইন করুন।
- পাসওয়ার্ডে জটিল এবং অনন্য সংখ্যা রাখতে হবে।
- মাঝে মধ্যেই পাসওয়ার্ড বদল করা প্রয়োজন
- কখনও পাসওয়ার্ড, ইউজার আইডি বা পিন লিখে বা কোথও সংরক্ষণ করে রাখবেন না।
- মনে রাখবেন ব্যাঙ্ক কখনও আইডি, পাসওয়ার্ড, কার্ড নম্বর, পিন বা পাসওয়ার্ডের কথা জানতে চায় না।
- মোবাইল বা ল্যাপটপে ‘Auto Save’ বা ‘Remember’ অপশন বেছে নেবেন না।
ইন্টারনেট সিকিউরিটি
- ওয়েবসাইটের অ্যাড্রেস বারে ‘https’ থাকলে তবেই টাকা লেনদেন করুন
- কোন ওপেন WiFi বা সাইবার ক্যাফের কম্পিউটার ব্যবহার করে টাকা লেনদেন করবেন না।
- কাজ শেষ হয়ে গেলে লগআউট করতে মোটেও ভুলে যাবেন না।
UPI সিকিউরিটি
- প্রতারণা রুখতে মোবাইল পিন ও ইউপিআই পিন আলাদা থাকা বাঞ্ছনীয়
- কোনও অজানা ইউপিআই রিকোয়েস্ট গ্রহণ করবেন না
- কোনও সন্দেহজনক রিকোয়েস্ট এলে অভিযোগ করুন
- আপনার অজান্তে কোনও লেনদেন হলে সঙ্গে সঙ্গে অ্যাপটি ডিলিট করে দিতে হবে।
ডেবিট/ ক্রেডিট কার্ড সিকিউরিটি
- এটিএম থেকে টাকা তোলার সময়ে আশেপাশে অবশ্যই দেখে নিন।
- এটিএমে পিন দেওয়ার সময় ঢেকে রেখে পিন দিন।
- লেনদেনের সময় ই-কমার্স ওয়েবসাইটগুলিকে যাচাই করে নিন।
মোবাইল ব্যাঙ্কিং সিকিউরিটি
- জটিল পাসওয়ার্ড, বায়োমেট্রিক পদ্ধতি সবসময় ব্যবহার করবেন।
- মোবাইলের পিন কারোর সঙ্গে শেয়ার করবেন না।
- কোন অজানা মোবাইল অ্যাপ ব্যবহার করবেন না।
- পাবলিক ওয়াই ফাই ব্যবহার করা এড়িয়ে চলুন।
আরও পড়ুন Twitter-Elon Musk: শেয়ার বিক্রি করেই ‘ভুল’, টেসলা কর্তার ফাঁদেই কি পা দেবে টুইটার?