Flight Rules: দিনের ঠিক কোন সময়ে বিমানের টিকিট কাটলে দাম সস্তা পড়বে?
Flight Tickets: বিমানের টিকিট কাটার আগে বেশ কয়েকটি তথ্য জেনে রাখা উচিত। যেমন, সপ্তাহের মাঝামাঝি সময়ে যদি বিমানের টিকিট কাটা হয়, তবে তা সপ্তাহন্তে বিমানের টিকিটের তুলনায় দাম কম পড়ে।
নয়া দিল্লি: মে মাস চলছে। সামনেই স্কুল, কলেজগুলিতে গ্রীষ্মকালীন ছুটি পড়বে। এই লম্বা ছুটিতে অনেকেই নিজেদের সাধ্য়মতো পরিবারকে নিয়ে কাছেপিঠে বা দূরে ঘুরতে যান। দ্রুত কোনও গন্তব্যে পৌঁছনোর জন্য বিমানই ভরসা। যাত্রীদের জন্য বিভিন্ন উড়ান সংস্থার তরফে আকর্ষণীয় নানা অফারও দেওয়া হয় বিমানের টিকিটের উপরে। তবে সতর্ক না হলে, আপনি প্রতারণার শিকারও হতে পারেন। কীভাবে কম খরচে বিমানের টিকিট পাবেন এবং প্রতারণারও শিকার হবেন না, তা জেনে নিন-
কীভাবে কম টাকায় টিকিট পাওয়া যায়?
বিমানের টিকিট কাটার আগে বেশ কয়েকটি তথ্য জেনে রাখা উচিত। যেমন, সপ্তাহের মাঝামাঝি সময়ে যদি বিমানের টিকিট কাটা হয়, তবে তা সপ্তাহন্তে বিমানের টিকিটের তুলনায় দাম কম পড়ে। একইভাবে যদি আপনি সকালে বা দুপুরে বিমানের টিকিট কাটেন, তবে টিকিটের যে দাম পড়ে, তার তুলনায় আপনি যদি মধ্য় রাতে বা ভোরের দিকে বিমানের টিকিট কাটেন, তবে টিকিটের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম পড়ে।
এয়ার মাইলস সংগ্রহ করুন-
বিমানের টিকিট কাটার সময়ে আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তবে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। এগুলিকে এয়ার মাইলস বলা হয়। বিমানের টিকিট কাটার সময়ে আপনি এই এয়ার মাইলস ব্যবহার করলে, টিকিটের দামে অনেকটাই ছাড় পেত পারেন। ধরা যাক, আপনার কাছে ১০,০০০ এয়ার মাইলস রয়েছে। যদি প্রতি এয়ারমাইলসের দাম ৫০ পয়সাও হয়, তবে আপনি বিমানের টিকিট কাটার সময়ে টিকিটের দামের উপরে ৫০০০ টাকা ছাড় পেতে পারেন।
প্রতারণা থেকে বাঁচুন-
তবে ভুল করেও কোনও প্রতারণামূলক লিঙ্কে ক্লিক করবেন না।