Aadhaar Card Verification: আপনার আধার কার্ড জাল নয় তো? ঘরে বসেই সহজে করুন যাচাই

Aadhaar Card Verification: বর্তমানে জাল আধারের প্রবণতা বেড়ে গিয়েছে। জাল আধার থাকলে বিভিন্ন পরিষেবা পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন যে কেউ। তাই ঘরে বসেই সহজ পদ্ধতিতে আধার কার্ড যাচাই করা সম্ভব।

Aadhaar Card Verification: আপনার আধার কার্ড জাল নয় তো? ঘরে বসেই সহজে করুন যাচাই
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 7:10 PM

বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় এই নথি। এদিকে আধার জাল হওয়ার প্রবণতাও বেড়ে গিয়েছে কয়েক গুণ। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে আধার কার্ড। এই পরিস্থিতিতে জাল আধার দিয়ে অনেকেই অসাধু কাজ করতে পারে। তাই আপনার কাছে থাকা আধার কার্ড জাল না আসল তা পরখ করে নেওয়া জরুরি। কারণ আপনার হাতে জাল আধার থাকলে বিভিন্ন পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। ঘরে বসেই যাচাই করুন আপনার আধার আসল না নকল।

কীভাবে করবেন আধার কার্ড যাচাই?

  • প্রথমেই আপনাকে UIDAI-এর ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর Verify an Aadhaar-এ ক্লিক করতে হবে। সেখানে গিয়ে নিজের আধার নম্বর দিন।
  • ক্যাপচা কোড দিয়ে ‘Verify Aadhaar’-এ ক্লিক করুন।
  • ক্লিক করার পর দেখে নিন যে আধার সংস্থা আপনার আধার নম্বর যাচাই করে দিয়েছে কি না।
  • এছাড়া আপনার মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা, বয়স, লিঙ্গ অথবা রাজ্যের নাম দিয়েও আধার যাচাই করতে পারেন।