Vande Bharat Express: ৭ ঘণ্টারও কম সময়ে হাওড়া থেকে পুরী! শতাব্দী-দুরন্ত এক্সপ্রেসকেও গতিতে হার মানাবে বন্দে ভারত

Howrah-Puri Vande Bharat Express: রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, সকাল ৬ টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছতে সময় লাগবে ৬ ঘণ্টা ২৫ মিনিট। অন্যদিকে, পুরী থেকে দুপুর ১ টা ৫০ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ার উদ্দেশে রওনা দেবে, পৌঁছবে রাত সাড়ে ৮টায়।

Vande Bharat Express: ৭ ঘণ্টারও কম সময়ে হাওড়া থেকে পুরী! শতাব্দী-দুরন্ত এক্সপ্রেসকেও গতিতে হার মানাবে বন্দে ভারত
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 8:02 AM

নয়া দিল্লি: সবে ট্রায়াল রান হল, এরমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্য়াপক জনপ্রিয়তা পেয়েছে হাওড়া-পুরী রুটের বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে ট্রেন চালু হওয়ার পর থেকেই সেমি-হাইস্পিডের এই ট্রেন নিয়ে উন্মাদনার শেষ নেই। এবার রাজ্যের ঝুলিতে আসছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। গোটা বছর জুড়েই পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক পর্যটকরা পুরীতে ঘুরতে ও জগন্নাথ দর্শন করতে যান। এই রুটের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই রেল মন্ত্রকের তরফে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সকালেই প্রথম ট্রায়াল রান হয় হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। হাওড়া থেকে পুরীর উদ্দেশে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস। নতুন এই সেমি-হাইস্পিড ট্রেন চালু হলে আপনার পুরী যেতে কতটা সময় সাশ্রয় হবে জানেন?

রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, সকাল ৬ টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছতে সময় লাগবে ৬ ঘণ্টা ২৫ মিনিট। অন্যদিকে, পুরী থেকে দুপুর ১ টা ৫০ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ার উদ্দেশে রওনা দেবে, পৌঁছবে রাত সাড়ে ৮টায়। ফেরার পথে বন্দে ভারতের এক্সপ্রেসের সময় লাগবে ৬ ঘণ্টা ৪০ মিনিট।

বাকি ট্রেনের থেকে কত সময় কম লাগবে বন্দে ভারত এক্সপ্রেসে?

শতাব্দী এক্সপ্রেসের থেকে ১ ঘণ্টা কম সময় লাগবে- হাওড়া থেকে পুরী যাওয়ার ক্ষেত্রে আপাতত সবথেকে দ্রুততম ট্রেন হল শতাব্দী এক্সপ্রেস। হাওড়া থেকে পুরী যেতে শতাব্দী এক্সপ্রেসে সময় লাগে ৭ ঘণ্টা ৩৫ মিনিট। সেখানেই হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে গেলে সময় লাগবে ৬ ঘণ্টা ২৫ মিনিট, অর্থাৎ ১ ঘণ্টা ১০ মিনিট কম সময় লাগবে বন্দে ভারতে।

সময়সূচির দিক থেকেও বন্দে ভারতে যাত্রাই আপাতচোখে বেশি লাভজনক। একদিকে যেখানে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে দুপুর ২ টো ১৫ মিনিটে ছাড়ে এবং  রাত ৯ টা ৫০ মিনিটে পুরীতে পৌঁছয়, সেখানেই বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৬ টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে, পুরীতে পৌছবে ১২ টা ৩৫ মিনিটে।  অর্থাৎ পর্যটকরা অতিরিক্ত একটা বেলা হাতে পাবেন ঘুরে বেড়ানোর জন্য।

দুরন্ত এক্সপ্রেসের থেকেও দেড় ঘণ্টা কম সময় লাগবে- শুধু শতাব্দী এক্সপ্রেসই নয়, শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেসের থেকেও কম সময় নেবে বন্দে ভারত এক্সপ্রেস।  ১ ঘণ্টা ৩০ মিনিট আগেই পুরীতে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছে যাবে। দুরন্ত এক্সপ্রেস রাত ৮ টায় হাওড়া থেকে পুরীর উদ্দেশে রওনা দেয় দুরন্ত এক্সপ্রেস। পুরীতে পৌঁছয় পরের দিন ভোর রাতে, ৩ টে ৫৫ মিনিটে। দুরন্তের থেকে ৯০ মিনিট আগে পুরীতে পৌঁছে দেবে বন্দে ভারত এক্সপ্রেস।