Post Office Scheme: বিনিয়োগ মাত্র ১০০ টাকা, পোস্ট অফিসের এই স্কিমে সুদ সর্বাধিক

Post Office Scheme: ব্যাঙ্কে সাধারণত এফডি (ফিক্সড ডিপোজিট) এবং আরডি-র মাধ্যমে গ্রাহকেরা টাকা জমিয়ে থাকেন। তবে পোস্ট অফিসে এই রেকারিং ডিপোজিট বা আরডি-তে বিনিয়োগ মাত্র ১০০ টাকা দিয়ে শুরু করা যায়

Post Office Scheme: বিনিয়োগ মাত্র ১০০ টাকা, পোস্ট অফিসের এই স্কিমে সুদ সর্বাধিক
পোস্ট অফিসের স্কিমে বড় লাভ।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 6:41 AM

নয়া দিল্লি: অনেকেই ব্যাঙ্কে টাকা সঞ্চয় করতে পছন্দ করেন। তবে অনেক গ্রাহকের কোনও ধারনা নেই যে পোস্ট অফিসের এই স্কিমে টাকা সঞ্চয় করতে পারলে, পাওয়া যাবে বেশি রিটার্ন। কেবলমাত্র ব্যাঙ্কের থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে তাই নয়, মাত্র ১০০ টাকা বিনিয়োগ করেই রিটার্ন পাওয়া যাবে।

আজকাল ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদের অঙ্ক খুবই কম। তাই কম বিনিয়োগ কর বেশি টাকা উপার্জন করার সুযোগ চান প্রত্যেকেই। নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে স্কিমের বিষয়ে জানতে পারবেন আর অবশ্যেই এই ধরনের স্কিম সম্পূর্ণ নিরাপদ।

ব্যাঙ্কে সাধারণত এফডি (ফিক্সড ডিপোজিট) এবং আরডি-র মাধ্যমে গ্রাহকেরা টাকা জমিয়ে থাকেন। তবে পোস্ট অফিসে এই রেকারিং ডিপোজিট বা আরডি-তে বিনিয়োগ মাত্র ১০০ টাকা দিয়ে শুরু করা যায় আর সুদও অনেক বেশি।

পোস্ট অফিস RD-র ওপর সুদ

অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পোস্ট অফিসের আরডি-তে সুদ রাখা হয়েছে ৬.৭ শতাংশ। এটি এক ধরণের পদ্ধতিগত বিনিয়োগ। এতে গ্রাহককে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয়। কমপক্ষে ৫ বছর চালাতে হবে স্কিমটি।

যদি ব্যাঙ্কগুলির সম্পূর্ণ তালিকা দেখা যায়, তাহলেই বোঝা যাবে সকলেই পোস্ট অফিসের তুলনায় ৫ বছরের RD স্কিমে কম সুদ দেয়।

কোন ব্যাঙ্কের আরডি-তে কত সুদ:

ইয়েস ব্যাঙ্ক- ৬.৫০ শতাংশ

এসবিআই- ৬.৫০ শতাংশ

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক- ৬.৫০ শতাংশ

ডিবিএস ব্যাঙ্ক- ৬.৫০ শতাংশ

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক- ৬.৫০ শতাংশ

সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক- ৫.৬৫ শতাংশ

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া- ৫.৫০ শতাংশ

বন্ধন ব্যাঙ্ক- ৫.৬০ শতাংশ

কারুর বৈশ্য ব্যাঙ্ক- ৫.৩৫ শতাংশ

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক- ৫.৩০ শতাংশ

আইডিবিআই ব্যাঙ্ক- ৫.২৫ শতাংশ

ব্যাঙ্ক অব মহারাষ্ট্র- ৫.২৫ শতাংশ

ব্যাঙ্ক অব ইন্ডিয়া- ৫.২৫ শতাংশ

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক- ৫.২০ শতাংশ

সিটি ব্যাঙ্ক- ৩ শতাংশ