MRF Share Price: দেশের সবথেকে দামি ১ লাখি শেয়ারে ডিভিডেন্ট মাত্র ৩ টাকা? হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

MRF Share Price: বিগত কয়েক বছরের পরিসংখ্যান দেখা যাচ্ছে ক্রমেই ফুলেফেঁপে উঠেছে এমআরএফ। এবার ৩ নভেম্বর পর্যন্ত চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থাটি লাভ করেছে ৫৭২ কোটি টাকা। যা গত বছর একই সময়ে ছিল ১২৪ কোটি।

MRF Share Price: দেশের সবথেকে দামি ১ লাখি শেয়ারে ডিভিডেন্ট মাত্র ৩ টাকা? হাসির রোল সোশ্যাল মিডিয়ায়
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 11:22 PM

কলকাতা: দেশের সবথেকে দামি শেয়ারের তকমা রয়েছে। বর্তমানে এক একটি শেয়ারের দাম ১ লক্ষের উপরে। অগস্টে এমআরএফ লিমিটেডের (MRF Ltd.) শেয়ারের দাম ১ লক্ষ ১১ হাজারের উপরে উঠে গিয়েছিল। যদিও এই সপ্তাহে তা ১ লক্ষ ৫ হাজার থেকে ৭ হাজারের মধ্যে। কিন্তু, এই শেয়ার বিনিয়োগকারীদের দিচ্ছে মাত্র ৩ টাকার ডিভিডেন্ট। তা নিয়েই এখন শোরগোল পড়ে গিয়েছে দালাল স্ট্রিটে। চর্চা চলছে সোশ্যাল মিডিয়ার অন্দরেও। এদিকে বিগত কয়েক বছরের পরিসংখ্যান দেখা যাচ্ছে ক্রমেই ফুলেফেঁপে উঠেছে এমআরএফ। এবার ৩ নভেম্বর পর্যন্ত চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থাটি লাভ করেছে ৫৭২ কোটি টাকা। যা গত বছর একই সময়ে ছিল ১২৪ কোটি। 

অর্থাৎ, পরিসংখ্যানই বলে দিচ্ছে মাত্র ১ বছরে সংস্থার লাভের অঙ্ক ৫ গুণ বেড়ে গিয়েছে। একবছর আগে একই সময়ে যেখানে সংস্থার রেভিনিউ ছিল ৫ হাজার ৭১৯ কোটি টাকা, এবার তা বেড়েছে ৬.৫ শতাংশ। অঙ্কটা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮ কোটি টাকা। কিন্তু, তারপরেও সংস্থার তরফে কেন এত কম দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিনিয়োগকারীরা। 

ডিভিডেন্টের কথাই যখন উঠল তখন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক খনিজ সম্পদ উত্তোলনকারী সংস্থা বেদান্তা শেয়ারের (Vedanta stock) দিকে। এই সংস্থার একটি স্টকের বর্তমান দাম ২৩২ টাকার আশেপাশে। পরিসংখ্যান বলছে বেদান্তার ডিভিডেন্ড ইল্ড ৪৫.৩৬ শতাংশ। চলতি মাসে এখনও পর্যন্ত ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে ৩ বার অন্তর্বতীকালীন ডিভিডেন্ড প্রদান করেছে এই সংস্থা। মোট অঙ্কটা দাঁড়াচ্ছে ৫১ টাকা ৫০ পয়সা। সোজা কথায়, বর্তমানে আপনার কাছে এই সংস্থার ১০ শেয়ার থাকলেই আপনি ৫১৫ টাকা ডিভিডেন্ড পাচ্ছেন। তাও আবার মাত্র ৪ মাসের ব্যবধানে।

অন্যদিকে গত ৫ বছরের রেকর্ড দেখলে দেখা যাচ্ছে, কোনও সময়েই খারাপ ট্র্যাক রেকর্ড নেই এমআরএফ লিমিটেডের। ২০১৮ সালের নভেম্বরের সংস্থার একটি স্টকের দাম ছিল ৬৬ হাজারের উপরে। তারপর থেকে ঊর্ধ্বগতি বজায় রয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে তা চলে যায় ৭৬ হাজারের উপরে। ২০২৩ সালের মে মাসে চলে যায় ৯৬ হাজারের উপরে।