Income Tax Rules: ৩১ জুলাইয়ের পর আয়কর রিটার্ন জমা করার পরিকল্পনা? মোটা টাকা জরিমানা দিতে প্রস্তুত থাকুন তবে…
IT Returns: ২০১৩-২৪ অর্থবর্ষের বাজেটে কর বাবদ ৩৩.৬১ লক্ষ কোটি টাকা আয়কর জমা পড়তে পারে বলেই কেন্দ্রের অনুমান। গত বছরের তুলনায় এই অর্থবর্ষে ব্য়ক্তিগত ও কর্পোরেট কর ১০.৫ শতাংশ বা ১৭.২৩ লক্ষ কোটি টাকা বেশি আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে জমা করতে হয় আয়কর রিটার্ন। তবে প্রায় প্রতি বছরই কেন্দ্রীয় সরকারকে শেষ মুহূর্তে সময়সীমা বাড়াতে হয়, যাতে সকলে আয়কর রিটার্ন জমা করতে পারেন। আপনিও যদি কেন্দ্রের সময়সীমা বাড়ানোর আশায় বসে থাকেন, তবে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ চলতি বছরে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আর বাড়ানোর পরিকল্পনা নেই কেন্দ্রের। রবিবার এমনটাই জানালেন কেন্দ্রের রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা।
রবিবার একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা বলেন, “গত বছরের তুলনায় এ বছর বেশি আয়কর রিটার্ন জমা পড়বে বলেই আমরা আশা করছি। গত বছর এই সময়ের মধ্যে যত সংখ্যক আয়কর রিটার্ন জমা পড়েছিল, এই বছরে তার তুলনায় অনেক বেশি রিটার্ন জমা পড়েছে। সকলকেই অনুরোধ করছি যে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য শেষ মুহূর্তের অপেক্ষা করবেন না। শেষ মুহূর্তে কেন্দ্র সময়সীমা বাড়াবে, এই আশাও করবেন না। ৩১ জুলাইয়ের আর বেশি দেরী নেই। তাই তাড়াতাড়ি আয়কর রিটার্ন জমা করুন।”
উল্লেখ্য, ২০২২-২৩ অ্যাসেসমেন্ট বর্ষে ৩১ জুলাইয়ের মধ্যে ৫.৮৩ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছিল।
২০১৩-২৪ অর্থবর্ষের বাজেটে কর বাবদ ৩৩.৬১ লক্ষ কোটি টাকা আয়কর জমা পড়তে পারে বলেই কেন্দ্রের অনুমান। গত বছরের তুলনায় এই অর্থবর্ষে ব্য়ক্তিগত ও কর্পোরেট কর ১০.৫ শতাংশ বা ১৭.২৩ লক্ষ কোটি টাকা বেশি আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষ কর বাবদ গত বছরের তুলনায় এই বছরে ৩৩.৬১ লক্ষ কোটি টাকা বেশি আয় হবে বলেই আশা করছে কেন্দ্র।