Sensex: দুপুর গড়াতেই ‘রক্তাক্ত’ হল দালাল স্ট্রিট, সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেকি ব্যাঙ্কিং সংস্থা সিলিকন ভ্যালি ব্যাঙ্কের (SVB) দেউলিয়া হওয়ার খবরের আঁচ পড়ল ভারতেও।
মুম্বই: আশঙ্কাই সত্যি হল। শুক্রবারের পর সপ্তাহের প্রথম দিন সোমবারেও রক্তাক্ত হল শেয়ার বাজার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেকি ব্যাঙ্কিং সংস্থা সিলিকন ভ্যালি ব্যাঙ্কের (SVB) দেউলিয়া হওয়ার খবরের আঁচ পড়ল ভারতেও। সপ্তাহের প্রথম দিন বাজার শেষ হল হাজারের বেশি পয়েন্ট পড়ে সেনসেক্স (Sensex) সূচক। নিফটি (Nifty) পড়ে ২৫০ পয়েন্ট। যদিও এসভিবি ব্যাঙ্কের নেতিবাচক প্রভাব নিয়ে মাথা ঘামাতে রাজি নন লগ্নিকারীরা। তাৎক্ষণিক বিপর্যয় বলেই মনে করছেন তাঁরা।
এ দিন শেয়ার বাজার যখন খোলে প্রায় ১৫০ পয়েন্ট উপরেই ছিল সেনসেক্স সূচক। তবে, দুপুর গড়াতে সেনসেক্স ১.৪ শতাংশ কমে গিয়ে দাঁড়ায় ৫৮,৩০৯.৫১ অঙ্কে। যদিও সিলিকন ভ্যালি ব্যাঙ্ক (SVB)-এর সঙ্গে ভারতীয় শেয়ার মার্কেটের সরাসরি কোনও যোগ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে অ্যারিহ্যান্ট ক্যাপিটাল মার্কেটের ডিরেক্টর অনিতা গান্ধী বলেন, ভারতের ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে সরাসরি SVB-র দেউলিয়া হওয়ার ঘটনার যোগ নেই। প্যানিকের প্রভাব মার্কেটে পতন দেখা দিচ্ছে।
যদিও, সিলিকন ভ্যালি ব্যাঙ্কের (SVB) দেউলিয়া ঘোষণার পরই আর্থিক সঙ্কট তৈরি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ওই ব্যাঙ্কের সঙ্গে যুক্ত বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থাও ফাঁপড়ে পড়ে। ব্যাঙ্ক থেকে টাকা তুলতে না পারায় কর্মীদের বেতন দিতে পারছে না ওই সব সংস্থা। সার্বিক ভাবে তৈরি হওয়া আর্থক সঙ্কটকে নিয়ন্ত্রণ করতে রবিবার বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছে হোয়াইট হাউস। তারপরও বিভিন্ন দেশের শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়তে দেখা গিয়েছে। ভারতের শেয়ার মার্কেটেও এর প্রভাব পড়তে শুরু করেছে। জিওজিত ফিনান্সিয়াল সার্ভিসেসের মুখ্য বিনিয়োগকারী কুশলী ভি.কে বিজয়কুমারের দাবি, ভারতীয় ব্যাঙ্কিং ক্ষেত্রে SVB-র দেউলিয়া হওয়ার প্রভাব প্রায় শূন্য।
তবে বিশ্লেষকদের দাবি সত্ত্বেও এদিন স্টক মার্কেটের দিকে তাকালে দেখা যাচ্ছে, ব্যাঙ্কের শেয়ার ২.১ শতাংশ কমেছে, বেসরকারি ব্যাঙ্কগুলির শেয়ার পড়েছে ২.৩ শতাংশ। আর গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ারও পড়েছে ২.২ শতাংশ। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক পড়েছে ৭.৬ শতাংশ।
অন্যদিকে, তথ্য-প্রযুক্তি সংস্থা টেক মাহিন্দ্রার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসাবে ইনফোসিসের অভিজ্ঞ মোহিত জোশীর নাম ঘোষণা হতেই ওই সংস্থার শেয়ার ১০ শতাংশ বেড়ে গিয়েছে।