AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPI inflation: সাধারণের পকেটে স্বস্তি, ২৫ মাসের মধ্যে সবথেকে কম খুচরো মূল্যবৃদ্ধির হার

India’s CPI inflation: মূল্যবৃদ্ধির চাপে জর্জরিত ভারতীয়দের জন্য সুখবর। গত ২৫ মাসের মধ্যে ভারতের খুচরো মে মাসে সর্বনিম্ন স্তরে নেমে এল।

CPI inflation: সাধারণের পকেটে স্বস্তি, ২৫ মাসের মধ্যে সবথেকে কম খুচরো মূল্যবৃদ্ধির হার
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 7:20 PM
Share

নয়া দিল্লি: মূল্যবৃদ্ধির চাপে জর্জরিত ভারতীয়দের জন্য সুখবর। মে মাসে আরও কমল খুচরো বাজারে মূল্যবৃদ্ধি। মার্চে ভারতের উপভোক্তা মূল্য সূচক বা সিপিআই ছিল ৫.৬৬ শতাংশে। পরের মাসেই সিপিআই নেমে এসেছিল ৪.৭ শতাংশে। মে মাসে সিপিআই আরও কমে দাঁড়িয়েছে ৪.২৫ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৫ মাসে ভারতের খুচরো বাজারে মূল্যবৃদ্ধি এতটা কম দেখা যায়নি। কাজেই, সাধারণ মানুষের পকেটে চাপ অনেকটাই কমল বলা যায়। সামগ্রিকভাবে উপভোক্তা মূল্যের প্রায় অর্ধেক জুড়েই থাকে খাদ্যপণ্য। সরকারের পক্ষ থেকে খাদ্যশস্যের দামে লাগাম লাগানোর কারণেই সিপিআই-ও ধারাবাহিকভাবে নামছে বলে, জানিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। মে মাসে খাদ্যের মূল্যবৃদ্ধি নেমে এসেছে ২.৯১ শতাংশে। এপ্রিলে এটা ছিল ৩.৮৪ শতাংশ। অন্যদিকে, জ্বালানি ও আলোর ক্ষেত্রে মূল্যবৃদ্ধি এপ্রিলের ৫.৫২ শতাংশ থেকে কমে ৪.৬৪ শতাংশে নেমে এসেছে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটির সুপারিশ অনুযায়ী, মুল্যবৃদ্ধিকে ২ থেকে ৬ শতাংশের মধ্যে সীমিত রাখার কথা। দীর্ঘদিন বাদে পরপর দুই মাসে মূল্যবৃদ্ধি ৬ শতাংশের নীচে থাকল। তবে, মিড-টার্ম টার্গেট হিসেবে মূল্যবৃদ্ধি ৪ শতাংশের নীচে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছিল আরবিআই। এর জন্য গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত রেপোরেট ২২৭ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। তা সত্ত্বেও, টানা ৪৪ মাস ধরে ভারতের উপভোক্তা মূল্যবৃদ্ধি ৪ শতাংশের লক্ষ্যমাত্রার উপরেই থাকল। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্বাচিত ১,১১৪ টি শহুরে বাজার এবং ১,১৮১টি গ্রামীন বাজার থেকে তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে।

গত বৃহস্পতিবার আরবিআই-এর আরবিআই-এর মুদ্রানীতি কমিটির বৈঠকের পর, গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেছিলেন, আরবিআই চলতি আর্থিক বছরের জন্য মূল্যবৃদ্ধির অনুমান সামান্য কমিয়ে ৫.১ শতাংশ করেছে। তিনি আরও জানিয়েছিলেন, আরবিআই-এর আর্থিক নীতিগুলি থেকে কাঙ্খিত ফলাফল পাওয়া যাচ্ছে। এর আগে, গত এপ্রিলে আরবিআই চলতি আর্থিক বছরের জন্য খুচরো মূল্যবৃদ্ধি ৫.২ শতাংশ হতে পারে বলে অনুমান করেছিল। আরবিআই-এর অনুমান অনুযায়ী প্রথম ত্রৈমাসিকে খুচরো মূল্যবৃদ্ধি হতে পারে ৫.১ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে ৫.৪ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৫.৪ শতাংশ, এবং চতুর্থ ত্রৈমাসিকে ৫.২ শতাংশ।