Economic Growth: ভারতে আর্থিক বৃদ্ধির হার আরও কমছে, পূর্বাভাস বিশ্ব ব্যাঙ্কের

আর্থিক বৃদ্ধির হার হ্রাস পেলেও দেশীয় ব্যাঙ্কগুলির মূলধন ভালো রয়েছে।

Economic Growth: ভারতে আর্থিক বৃদ্ধির হার আরও কমছে, পূর্বাভাস বিশ্ব ব্যাঙ্কের
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 4:03 PM

নয়া দিল্লি: ধাক্কা খেয়েছে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার। চলতি অর্থবর্ষ অর্থাৎ ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ (FY24) শুরু হয়েছে, এবারেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির (Economic Growth) হার আরও কমতে পারে। আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থেকে কমে ৬.৩ শতাংশ হতে পারে। মঙ্গলবার এমনই পূর্বাভাস দিল বিশ্ব ব্যাঙ্ক (World Bank)। যদিও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক আগামী মে মাস থেকে সুদের হার ২৫০ বেসিস পয়েন্ট (Basis Point) বাড়াচ্ছে। তবে সামগ্রিক পরিস্থিতি জনজীবনের উপর বিশেষ প্রভাব ফেলবে বলে বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে উল্লিখিত। বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, ক্রমবর্ধমান ঋণের খরচ এবং আয়ের ধীর বৃদ্ধি ব্যক্তিগত খরচ বৃদ্ধির উপর প্রভাব ফেলবে। সরকারের খরচও বাড়বে বলে বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে উল্লিখিত। বলা হয়েছে, “মহামারী-সম্পর্কিত আর্থিক সহায়তা ব্যবস্থা প্রত্যাহারের কারণে সরকারী খরচ ধীর গতিতে বাড়বে বলে অনুমান করা হচ্ছে।”

বিশ্ব ব্যাঙ্কের দেওয়া রিপোর্টে গত বছর দেশে আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৯ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষের গোড়ায় গত বছরের এপ্রিলে অর্থ মন্ত্রকের সমীক্ষায় দেশের বৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ। যদিও আরবিআই দেশে আর্থিক বৃদ্ধির হার ৬.৪ শতাংশ হ্রাস পাওয়ার অনুমান করছে।

ভারতে আর্থিক বৃদ্ধি হ্রাস পাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন বিশ্বব্যাঙ্কের অর্থনীতিবিদ ধ্রুব শর্মা। তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের আর্থিক বাজারে সাম্প্রতিক অস্থিরতার কারণে ভারত-সহ উদীয়মান বাজারে স্বল্পমেয়াদী বিনিয়োগ প্রবাহের ঝুঁকি তৈরি হয়েছে। তবে আর্থিক বৃদ্ধির হার হ্রাস পেলেও দেশীয় ব্যাঙ্কগুলির মূলধন ভালো রয়েছে বলে জানিয়েছেন তিনি।